আমার ৩ দিন খুব ঠান্ডা ছিল আজকে ৩ দিনের সকালে স্বপ্নদোষ হয় ফজরের আগে, এখন আমার শরীর আগের চেয়ে একটু ভালো তবে কফ, সর্দি, চোখ। এখন প্রশ্ন হলো সকাল বেলা গরম পানি দিয়েও গুসল করলে সাধারণ অবস্থাতেই আমার সারাদিন শরীর দুর্বল লাগে আর ক্ষেতা গায় দিতে হয়। তাই আমি তায়াম্মুম করে ফজরের সালাত আদায় করেছি এবং দুপুরে গুসল করেছি, এখন কি ফজরের সালাত হবে?,