ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১+২) বিড়াল আগে থেকে বিপদাপদ দেখতে পারে। সেটা অস্বাভাবিক কিছু নয়। কেননা মানুষের পূর্বে পশুপাখি অনেককিছুই আল্লাহর হুকুমে অনুধাবন করতে সক্ষম হয়।
(৩)
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত
ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺃﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﺇﺫﺍ ﺳﻤﻌﺘﻢ ﺻﻴﺎﺡ ﺍﻟﺪﻳﻜﺔ ﻓﺎﺳﺄﻟﻮﺍ ﺍﻟﻠﻪ ﻣﻦ ﻓﻀﻠﻪ ﻓﺈﻧﻬﺎ ﺭﺃﺕ ﻣﻠﻜﺎ ﻭﺇﺫﺍ ﺳﻤﻌﺘﻢ ﻧﻬﻴﻖ ﺍﻟﺤﻤﺎﺭ ﻓﺘﻌﻮﺫﻭﺍ ﺑﺎﻟﻠﻪ ﻣﻦ ﺍﻟﺸﻴﻄﺎﻥ ﻓﺈﻧﻬﺎ ﺭﺃﺕ ﺷﻴﻄﺎﻧﺎ(ﺍﻟﻜﺘﺐ » ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ » ﻛﺘﺎﺏ ﺍﻟﺬﻛﺮ ﻭﺍﻟﺪﻋﺎﺀ ﻭﺍﻟﺘﻮﺑﺔ ﻭﺍﻻﺳﺘﻐﻔﺎﺭ »ﺑﺎﺏ ﺍﺳﺘﺤﺒﺎﺏ ﺍﻟﺪﻋﺎﺀ ﻋﻨﺪ ﺻﻴﺎﺡ ﺍﻟﺪﻳﻚ)
রাসূলুল্লাহ সাঃ বলেনঃ যখন তোমরা মোরগের আওয়াজ শুনবে তখন তোমরা আল্লাহর কাছে রহমত প্রার্থনা করো,কেননা সে ফেরেস্তাকে দেখতে পায়।আর যখন তোমরা গাধার আওয়াজকে শুনতে পারবে তখন তোমরা অভিশপ্ত শয়তান থেকে ক্ষমা প্রার্থনা করো,কেননা সে শয়তানকে দেখতে পায়।(সহীহ মুসলিম-২৭২৯)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মোরগ যদি ডাকে তাহলে এর অর্থ হচ্ছে তখন ফেরেস্তা রয়েছেন।তখন দু'আ কবুলের সময়। এজন্য যে তখন আপনার দু'আর সাথে সাথে ফেরেস্তারাও আমীন বলবে।আর ফেরেস্তাদের আমীন সম্বলিত দু'আ কবুল হওয়া প্রায় নিশ্চিত যদি আল্লাহ চান। তবে বিড়াল সম্পর্কে এমন কোনো হাদীসে আসেনি।