আসসালামু আলাইকুম,
সম্মানিত মুফতি সাহেব
আমার দুইটি প্রশ্ন ছিল -
১। ইসলামি ক্রেডিট কার্ড এ লেনদেন কি জায়েজ ? এই কার্ড দিয়ে টাকা তোলা যায় না কিন্তু পণ্য কেনা যায় । প্রতিটি লেনদেনে নির্দিষ্ট তারিখে টাকা পরিশোধ করলে কোন কিছু চার্জ নেয় না কিন্তু বার্ষিক একটা চার্জ নেয় কার্ড বাবদ । ব্যাংক এর লোক বলেছে ইসলামি ক্রেডিট কার্ডে কোন সুদ ধার্য হয় না।
২। সরকারি চাকরি জীবীদের জিপি ফান্ড এ জমানো টাকায় কি জাকাত আসবে?
ধন্যবাদ