আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
উস্তায আমি বাংলা বাজার এর একটা বুক শপের সাথে আগে রিসেলিং করতাম হারাম জানার পরে এখানে জিজ্ঞেস করে তাদের বিজনেস পার্টনার বানিয়ে নিয়েছি
যেমন এখন তাদের কাছে অনেক সময় আমার এক্সট্রা টাকা রেখে দেই ক্যাশঅন ডেলিভারি অর্ডার আসলে তারা আমার টাকা দিয়ে বই কিনে এরপরে কাস্টমার কে পাঠায় তারা প্রকাশনি থেকে বই কিনে আর আমি তাদের থেকে কিনে নেই আমার টাকায় বা অনেক সময় আমার কাছে টাকা থাকে না তখন তাদের বলি আপনারা পাঠান আমি কিছুক্ষন পরে টাকা পাঠিয়ে দিচ্ছি, আর কুরিয়ার এ নিলে কাস্টমার এর অগ্রিম পেমেন্ট করতে হয় সব টাকা সেক্ষেত্রে কাস্টমার টাকা পাঠানোর পরেই অর্ডার কনফার্ম করতে হয় এরপরে তাদের বলি তারা বই পাঠায়, কারন অনেক সময় কাস্টমার অর্ডার কনফার্ম করে আবার ক্যান্সেল করে দেয়, এটা কি জায়েয হবে?
যেহেতু সে এখন আমার বিজনেস পার্টনার আমি তাদের বলেছি আমি তাদের কিছু হাতমোজা কিনে দিব হাত মোজার অর্ডার আসলে তারা বইয়ের সাথে হাতমোজাও কিনে দিবে আর মিসওয়াক কাউন্টার তাসবিহ তাদের ওইখানে আছে এগুলো অর্ডার আসলে তারা বইয়ের সাথে দিয়ে দিব আমি তাদের পরে টাকা দিয়ে দিব বা সাথে সাথেই দিয়ে দিব এইটা জায়েয হবে?? যেহেতু আমি আমার বিজনেস আমার মত করেই চালাচ্ছি মাল আমার হাতে নেই কিন্তু সে আমার বিজনেস পার্টনার তার কাছে ত আছে সে সব কিছু করে দিচ্ছে,
অনেক সময় ফেসবুকের অনেক লেখা থাকে কপি করে আমরা পোস্ট করি সেগুলোতে অনেক সময় যিনি লিখেছেন তার নাম লিখা থাকে না সে ক্ষেত্রে ©️ এটা যে ফেসবুক থেকে কপি করে পোস্ট করা সেটা লিখে দেই বা অনেক সময় অন্যের তোলা বইয়ের ছবি পোস্ট করি( যিনি ছবি তুলেছেন তার নাম লিখা থাকে) এমন করে পোস্ট করা কি জায়েয হবে??