আসসালামু আলাইকুম।
আমি একটি সম্পর্কে জরিয়ে যাই দেড় বছর আগে। এরপর বাসায় জানাই হারাম থেকে বেড় হবার জন্য। দুইবাসায় বিয়ের কথা হয়, বিয়ে ঠিকও হয় কিন্ত ছেলে পক্ষের মতামতের জটিলতার কারনে বিয়ে হয়নি। মূল কারন ছেলের ইনকাম সোর্স নেই। কিন্ত দুজনের বয়স ২৩ বছর +। পাপ থেকে দূরে থাকা অনেক কষ্টের ছিল, অনেক পাপ হয়ে যেত, নামায মিচ যেত । পরিবারের জন্য দেড় বছর অপেক্ষা করি,তিনিও চাকুরির চেষ্টা করেন কিন্ত কিছুই হচ্ছেনা বিধায় এই সিদ্ধান্ত নেই। এবং আজকে দুইজন সাক্ষির সামনে উনি আমাকে প্রস্তাব দেন এবং আমি তা কবুল করি।
যেমন : উনি বলেন আমি ওমুক, পিতা - মাতা ওমুক এবং ওমুকের সন্তান ওমুককে (এত টাকা) দেনমোহর দিয়ে বিয়ে করলাম, আপনি কি আমাকে কবুল করছেন?
এবং আমি ওনার প্রস্তাব গ্রহন করেছি।
প্রশ্ন হচ্ছে আমাদের বিয়ে হয়েছে কিনা? এবং বিবাহ পরবর্তী সব কিছু এখন থেকে চলতে পারবে কিনা?
জাজাকাল্লাহ খাইরান