আসসালামু আলাইকুম,
আমার প্রতিবেশির সাথে আমি ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি।আমি ভারা বাসাই থাকি। আমি টাকা দিলে পরিচ্ছন্ন কর্মী আমার বাসায় থেকে ময়লা নিএ যায়। আমার প্রতিবেশি আমার বাসার সামনে ইচ্ছে করে ময়লা রাখে যাতে পরিচ্ছন্নলোক বুঝে এটা আমার ময়লা & উনি টাকাও দেন না।আরও এক দিন উনি নিজে সিরি ঘরে আমার বাসার সামনে ময়লা ফেলে বাড়িওয়ালা কে দিয়ে আমাকে আনেক কথা শুনেএছে। উনি আমার জুতাবাইরে রাখলেও তা নিএ যায়। উনি তালিম করে। সামনে ভাল ব্যবহার করে আমার সাথে।উনি হুজুর এর কাছ থেকে চিনি পরা আনে এটা আমাকে বলে।আমার question হচ্ছে।৷৷
১. আমার ভয় হই উনি আমার & আমার বাচ্চাদের খতি করতে পারে এমতাবস্থায় আমি কি করতে পারি?
২.আমি কি আমার দরজার সিরির সাম্নে ময়লা দিচ্ছে দেখেও চুপ থাকব?নাকি উনার সাথে কথা বলা কমিয়ে দিব?
৩.ইসলাম এর খেত্রে কি উনি সঠিক কাজ করছেন?নাকি আমি ভুল বুজতেসি।
৪.ইসলাম এর খেত্রে আমার করনিও কি জানাবেন দয়া করে