আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারাকাতুহ। উস্তাদ এটা অন্য বোনের প্রস্ন। উনি ওয়েবসাইট ব্যবহার করতে পারছে না তাই আমার মাধ্যমে করছেন।
প্রস্ন:~
আমি যখন হেদায়েত পাই তখন খুব বই পড়তাম, জাহান্নামর শাস্তি বিষয়ক হাদিস যখন পড়তাম তখন আমি ঐগুলা স্বপ্নে দেখতাম।
এর পর আমি আমার কবরকে স্বপ্নে দেখলাম যেন কেউ বলছে চলে যেতে আমি বললমা এখন যাব, সময় হয়নি আমার আরো আমল করার দরকার।
আমি আমার কবর দেখলাম খোলামেলা বন্দের মধ্যে এমন, বাবার বাড়িতে কবরস্থান এমন ন,বিয়ের পর জানতে পারলাম শশুর বাড়ির কবরস্থান বন্দে খোলামেলা।
আবার মায়ের কবর যেখানে দেওয়ার কথা সেখানেই দেখালম
এর কিছু দিন পর আমার আব্বা মারা যায়। আব্বাকে কবর দেওয়ার আগে আমি আব্বার কাছে গিয়ে কান্না করে বলছিলাম টেনশন করো না আমি তোমার দোয়া করব, আমি তোমার সদকায়ে জারিয়া হবো, আমার ভয় ছিলো এই কারণে যে, আম্মা মরার আগে নামাজ পড়তে পারতো না বা হুশ ছিলো তাও পড়েনি এমন।
তো আমি আব্বাকে ২/৩ দিন স্বপ্নে দেখলাম আব্বাকে জিজ্ঞেস করলাম তাকে কবরে শান্তি দেওয়া হয় কিনা,তখন আব্বা ভালো করে যেন কিছু বলতো না তবে মন খারাপও দেখলাম না, মানে ভালোই মনে হতো এমন।
এরপর বহুদিন আমি স্বপ্ন দেখি না,আজ রাতে দেখলাম আমার আম্মা অনেক আগেই মারা গেলো, কিন্তু উনি কবর থেকে উঠে এসে আমাদের সাথে কথা বলেন, আমি জিজ্ঞেস করি কবরে আযাব হয়? তখন আম্মা বলে না আমার খুব ঘুম পায়, খালি ঘুম আর ঘুম তখন আমি বলতেছি যারা দুনিয়ায় ভালো কাজ করে তাদেরকে আল্লাহ কবরে ঘুম ই পাড়িয়ে রাখেন।
তখন আমার মেঝো বোন বলতেছে না প্রথম কয়েকদিন আযাব হয়েছে এখন ভালো।
আমার আম্মা আলহামদুলিল্লাহ নামাজ পড়ে এখনো জীবিত আছে।
নিজের খবর দেখে বাবাকে হারালাম এখন মায়ের খবর দেখালাম এর মানে কি?