১. গড়াগড়া করে ওযু করতে সমস্যা হলে সেক্ষেত্রে তিনবার গড়াগড়া না করে একবার করা যাবে?
২. নামাযের সময় বারবার বায়ু ত্যাগের সমস্যা ঘটে থাকে প্রায়ই।
এক্ষেত্রে কী যতবার বায়ু ত্যাগ হয়ে ওযু ভঙ্গ হবে ততবারই ওযু করতে হবে?
আমি সচরাচর বুঝতে পারিনা আমার ওযু ভঙ্গ হয়েছে কী না...তবুও সন্দেহবশত পুনরায় ওযু করে আসি