আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ শায়েখ।
শায়েখ কিছু বিষয়ে মাসায়ালা জানার ছিলো।
১।একজনের অনিয়ম হায়েজ,গতমাসের ১৪তারিখ হায়েজ হয়েছিল এবং ৭দিন স্থায়ি ছিলো। এর আগের মাসেও ৭দিন ছিল।এই মাসের ১৫ তারিখ স্রাব দেখা যায়(লাল/কালো)। ২১তারিখ পর্যন্ত এমনই থাকে(সকাল,দুপুরে,বিকালেও দেখা যায়)।মনে হয়,৭দিনের বেশিই স্থায়ি হবে।এখন কি বাকি দিনগুলা ইস্তিহাজা ধরে নামাজ পড়তে হবে? স্বামির সাথে থাকা যাবে?
২।আমি একটা অনলাইন প্রতিষ্ঠানে নাজেরা পড়তেছি।কুরান তিলাওয়াত যেনো শুদ্ধ হয় সে জন্য চেষ্টা চলমান,আলহামদুলিল্লাহ।তাজবিদ,মাখরাজজনিত ভুল আছে আমার। আমাকে যদি কুরআনের খাদেমা হতে বলে,আমি কি পড়াতে পারবো?