আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ শায়েখ।
কিছু প্রশ্নের উত্তর জানার ছিলো।
১।একজনের হায়েজ অনিমিত,সময়মত না হলেও বেশিরভাগ ক্ষেত্রে ৭দিন স্থায়ি হয়।গত মাসের ১৪তারিখ হায়েজ হয়েছিলো।এই মাসের ১৫তারিখ লাল/কালো স্রাব দেখা দেয়,৭দিনের মাঝে মাঝেই দেখা দিছে।১৫-২১ তারিখ পর্যন্ত,আগে ৭দিনে ভালো হতো তবে এইবার মনে হচ্ছে ৭দিনের বেশি যাবে।এখন শায়েখ ৭দিন অভ্যাস ধরে বাকিগুলা ইস্তিহাজা ধরে নামায পড়বে?স্বামির সাথে থাকতে পারবে?
২।আমি একটা জায়গায় নাজেরা করি,ওইখানে হায়েজ হলেও কুরআনের এপ্স দেখে পড়তে বলে।অনেকে ভেঙে ভেঙে পড়ে।এইভাবে কি পড়া জায়েজ হবে?স্টুডেন্টদের কারেকশন দিয়ে থাকে।হায়েজ অবস্থায় কি কারেকশন দেয়া যাবে?আমি শুদ্ধাভাবে কুরআন তিলাওয়াত শিখতেছি এখনও।ওইখানে আমাকে যদি খাদেম হতে বলে আমি কি হতে পারবো?মুটামুটি শুদ্ধ পড়তে পারি,আলহামদুলিল্লাহ।আমার কিছু হারফের তাজবিদ উচ্চারণে ভুল আছে।