আছছালামু আলাইকুম হুজুর,
১/কয়েক বছর পূর্বে চিন্তা করতে করতে বাথরুমের মধ্যে হঠাৎ কুফরি উচ্চারন করেছিলাম খুব সম্ভবত কিন্তু আমার নিশ্চিত মনে নাই আসলেই উচ্চারন হয়েছিল কিনা। যেহেতু আমি পরিপূর্ণ নিশ্চিত হতে পারতেছি না, সেক্ষেত্রে ভুলে যাওয়ার কারনে আমার ঈমানে কোনো প্রবলেম হয়েছে কী?
২/ একদিন প্রায় ঘুমের মধ্যে হতাশায় কুফরি চিন্তা মনে আসে, তখন মুখ দিয়ে শুধুমাত্র সত্যবাদী অথবা মিথ্যাবাদী শব্দ বাহির হয়, কিন্তু আল্লাহ শব্দ বলি নাই এটা অনেকটা নিশ্চিত। সত্যবাদী অথবা মিথ্যাবাদী এই শব্দ দুইটার মধ্যে সত্যবাদী শব্দ বলছি আমার মনে হয়। এক্ষেত্রেও আমি পরিপূর্ণ নিশ্চিত না কোন শব্দ বলেছি। আর কুফরি উচ্চারন করার ইচ্ছাও ছিল না, মনের কুচিন্তা হঠাৎ বের হয়ে গেছে।
৩/ আরও কিছু কুফরি কথা উচ্চারন হইছে যেগুলো আমার বিয়ের পূর্বে আমার যতটুকু মনে পড়ে। সেগুলোর বলার পরে আমি আবার ঈমান আনতাম । এখন, এমন যদি হয় ঐ গুলোর কোনো একটা বিয়ের পরে হইছে যা আমার মনে নাই অথবা ভুলে গেছি, সেক্ষেত্রে আমার বিয়েতে কোনো সমস্যা হবে?
বলা বাহুল্য, আমি প্রায় ২৫ বছর ইসলাম থেকে দূরে থাকার জন্য আমার অন্তর খারাপ হয়ে গিয়েছিল। যখনি আমি ইসলাম মেনে চলার চেষ্টা করতাম তখনি ওয়াসওয়াসা বেড়ে গিয়েছিল।
আমার ঈমান ভঙ্গ হয়েছে কিনা সবসময় এটা নিয়ে পেরেশানিতে থাকি। এখন ওয়াসওয়াসা থেকে অনেকটা মুক্ত কিন্তু পূর্বের ঘটনা মনে আসলে খুব খারাপ লাগে।
আমি যেহেতু ১০০% নিশ্চিত বলতে পারতেছি না, তাই আমি কীভাবে সংসার চলমান রাখতে পারি ? আমার স্ত্রীর যেভাবে চলতেছি সেভাবেই চলবো ?
আমি খুব ডিপ্রেশনে থাকি এবং কর্ম জীবনে খুব সমস্যা হচ্ছে। আমি যত মুফতিকে আমার বিষয় শেয়ার করি, তারা সবাই চিন্তা মুক্ত থাকতে বলে।
হুজুর, দয়া ভালো একটি সমাধান দিবেন আমার ব্যাপারে।