আপনি নতুন একটি লাগিয়ে দিবেন।
(০৪)
এক্ষেত্রে দরুদ পাঠ ওয়াজিব নয়। তবে পড়তে পারেন।
(০৪)
এক্ষেত্রে একবার দরুদ পাঠ ওয়াজিব।
এরপর প্রত্যেকবার পাঠ করা মুস্তাহাব।
৬. অন্য কিছু না পেলে এটি সুতরা হিসেবে যথেষ্ট হবে।
৭. জায়েজ।
৮. কনুই থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত।
৯. এটা জায়েজ আছে এবং এক্ষেত্রে তার সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ।
১০.প্রশ্নের বিবরণ মতে জায়েজ আছে।
১১. সেই মসজিদে নামাজ আদায় করা মাকরুহ।
বিস্তারিত জানুনঃ-
https://www.ifatwa.info/56564/১২. এক্ষেত্রে তার হক নষ্ট হবে।
১৩. সেই মসজিদে নামাজ আদায় করা মাকরুহ। প্রয়োজনে সে বাসায় প্রবেশ করা নাজায়েজ নয়। তবে বিনা ওযরে সেখানে অবস্থান করা বৈধ হবে না।
আরো জানুনঃ-
১৪. না,পারবেননা।
১৫, এখন আপনাকে কসর করতে হবে।
১৬, বিনা প্রয়োজনে হলে এটি নাজায়েজ।
বিস্তারিত জানুনঃ-
১৭. জায়েজ আছে।
১৮. বিনা প্রয়োজনে হলে মাকরুহ।
১৯, এতে হক নষ্টের গুনাহ হবেনা।