আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
মুহতারাম মুফতি সাহেব,
১.
একজন ব্যক্তি দোকানে চা-কেক বা কিছু খাবার খেয়েছেন (যিনি যাকাত নেওয়ার মতো হক রাখে),
আমি দোকানে গিয়ে যদি দেখি যে,
তার খাওয়া শেষ,
এখন শুধু বিল দেয়া বাকি।
এমন হালাতে যদি আমি তাকে বিল দিতে নিষেধ করি, আর তার বিলটা পরিশোধ করে দিই দোকানদারকে এই নিয়তে যে,
এই টাকাটা যাকাত হিসেবে দিলাম।
কিন্তু ওই ভাইকে জানালাম না যে এটা যাকাত দিলাম। তিনি ভাবলেন যে,আমি তাকে হাদিয়াস্বরূপ খাওয়ালাম।
এমন হালাতে যাকাত কি আদায় হবে?
না হলে কি সুরত হতে পারে?
২. আমার বন্ধু আর আমি হোটেলে খাবার খেতে গেলাম। বন্ধু দরিদ্র (যাকাত নিতে পারে এমন)।
খাওয়া শেষ হলো।বিল দেবার সময় আমি বললাম যে, তুমি দিও না আজ।আমিই দি দুজনের বিল।নিয়ত করলাম যাকাতের। বন্ধু জানল না যে, এটা যাকাত।
যাকাত আদায় হবে কি?
না হলে কোন সুরতে আদায় হবে?
৩. যাকাত যাকে দেয়া হচ্ছে, তার খাওয়া শেষ হবার পর, বিল দেবার আগে, কি নিয়ত করা যায়?
নাকি যাকে যাকাত দেয়া হচ্ছে তিনি খাবার শুরুর আগেই যাকাত আদায়ের নিয়ত করতে হবে?
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_250719_211640_786.sdocx-->