আসসালামু আলাইকুম।
ফ্রিল্যান্সিং এ SEO Marketing কি হালাল?
এসইও (SEO) বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েবপেজকে সার্চ ইঞ্জিন (যেমন গুগল, বিং) এর ফলাফলে উপরের দিকে নিয়ে আসা হয়। এর মাধ্যমে বিনামূল্যে বা "অর্গানিক" ট্রাফিক ওয়েবসাইটে আনা যায়।