আসসালামু আলাইকুম
আমার খালাতো বোন অন্য জায়গা বাসা ভাড়া থাকে চাকরির জন্য। আমার খালা ওখানেও থাকতো। আপুর বিয়ে হয়নি।আমার খালু মারা গেছে ঢাকা হাসপাতালে। খালাও স্ট্রোকের রোগী। একদম বাড়িতে পুরো একা। এখন তার কি এই গ্রামের বাড়িতেই থাকতে হবে নাকি। আপুর কাছে মানে বাসায় যেয়ে ইদ্দত পালন করতে হবে জানাবেন বিস্তারিত