আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমি একজন প্রবাসী মুসলিম। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে আমি বর্তমানে মসজিদে নববীতে খাদেম হিসেবে খেদমতে নিযুক্ত আছি। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে শরয়ী দিকনির্দেশনা প্রয়োজন, যদি আপনি কুরআন-সুন্নাহর আলোকে কিছু নসিহাহ দান করেন, তাহলে আমার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণের কারণ হবে ইনশাআল্লাহ।
প্রশ্ন ১: মসজিদে নববীতে হাদিয়া চাওয়ার বিষয়ে শরয়ী দিক
আমরা জানি, মক্কা-মদিনার হারামাইন শরীফেই চাকরির সুযোগ আল্লাহর একটি বড় নেয়ামত। তবে হুজুর, এখানকার বাস্তবতা হলো, অধিকাংশ খাদেমদের বেতন খুবই সীমিত। ফলে অনেক ভাইকে দেখা যায়, তাঁরা হজ্ব কিংবা উমরাহ করতে আসা মুসল্লিদের নিকট সরাসরি কিছু না চেয়ে ঘুরে-ফিরে হাদিয়া পাওয়ার চেষ্টা করেন। কখনো নামাজ শেষে দরজার পাশে দাঁড়িয়ে থাকেন, যাতে কেউ হাদিয়া দান করে। কখনো এক মুসল্লি কাউকে কিছু দিলে, সাথে সাথে আরও কয়েকজন সেখানে উপস্থিত হয়ে যান। অনেক সময় বলা হয়: “এটা যাকাত, এটা ফিতরা,” অথচ যাকে দান করা হচ্ছে, তিনি নিজেও নিসাব পরিমাণ সম্পদের মালিক। এছাড়া কোম্পানি তরফ থেকে কিংবা সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে এভাবে সম্পূর্ণ হাদিয়া নেওয়া নিষিদ্ধ করে রেখেছে। এবং কাউকে এভাবে পাওয়া গেলে তার নামে মামলা পর্যন্ত দেওয়া হয় এমনকি দেশেও পাঠিয়ে দেওয়া হয়
এমত অবস্থায় প্রশ্ন হলো:
এই পন্থায় মুসল্লিদের কাছ থেকে হাদিয়া চাওয়া বা গ্রহণ করা শরয়ী দৃষ্টিতে কতটুকু বৈধ?
প্রশ্ন ২: চাকরির সীমাবদ্ধতা, বিয়ে এবং বিদেশে থাকা সম্পর্কে পরামর্শ
মসজিদে নববীর খাদেম হওয়া নিঃসন্দেহে আমার জীবনের শ্রেষ্ঠ সৌভাগ্যের একটি। এখানে থেকে ইলমের মজলিসে শরিক হওয়া সহজ হচ্ছে, এবং কিছুটা হলেও দ্বীনি কাজে সময় ব্যয় করার সুযোগ পাচ্ছি—আলহামদুলিল্লাহ। আমি অনলাইন মাদ্রাসা থেকে আলিম প্রস্তুতিমূলক কোর্স করতেছি। এছাড়া উক্ত মাদ্রাসার বিভিন্ন খেদমতে রয়েছি ত্বলিবে ইলমদের।
তবে বাস্তব দিক হলো, এখানে বেতন খুবই কম, এবং কোম্পানির নিয়ম অনুযায়ী ১৫ মাসের আগে দেশে যাওয়ারও কোনো সুযোগ নেই। অন্যদিকে আমি অবিবাহিত, এবং ভবিষ্যতে বিয়ের পর স্ত্রীকে এখানে নিয়ে আসার মতো সামর্থ্যও নেই। অথচ আমরা জানি, বিবাহিত অবস্থায় স্ত্রীর থেকে দূরে দীর্ঘদিন থাকা শরীয়ত নিরুৎসাহিত করে।একইভাবে আশঙ্কা হচ্ছে দেশে চলে আসলে নতুন করে রিজিক তালাশ, সংসারে দায়িত্ব, বাংলাদেশে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে। এরকমটা মনে হচ্ছে ইলম অর্জন থেকে দূরে সরে যাব।
এমত অবস্থায় আমার দোটানা চলছে:
একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রওযা মোবারক সংলগ্ন এই স্থানে থাকার বরকত।
অন্যদিকে স্ত্রীর হক, সংসার ও দায়িত্ব পালনের বাস্তবতা।
প্রশ্ন হলো:
এই পরিস্থিতিতে আমার জন্য উত্তম করণীয় কী?
এই পবিত্র স্থান ছেড়ে দেশে ফিরে যাওয়া, নাকি পরিবারের দায়িত্ব ও কষ্টের ঝুঁকি নিয়েও এখানেই থেকে যাওয়া—কোনটি আমার জন্য শরয়ীভাবে উত্তম ও আল্লাহর সন্তুষ্টির উপযোগী হবে?