আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
12 views
ago in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,

আমি একটা পারিবারিক সমস্যায় পরেছি। আমার আম্মুর আগে দুটো বিয়ে হয়েছিলো। প্রথম ঘরে ৪টা সন্তান, তাদের প্রত্যেকের নিজের ফ্যামিলি আছে যথেষ্ট বড় সবাই ৩০+ বয়স। সেখানে ২ মেয়ে, ২ ছেলে। দ্বিতীয় ঘরে ২জন সন্তান, ২জনই মেয়ে। তারাও নতুন বিবাহিত। দুই ঘরের কারোরই বাবা বেঁচে নেই। মা একাই, বয়স্ক ৬০বছর হবে। প্রায় প্রায় অসুস্থ হয়ে যায়, সে মানসিক ভাবে খুব দুর্বল মানুষ সবসময়ই।

আমি দ্বিতীয় ঘরের বড় মেয়ে আর সব ভাইবোন বললে পঞ্চম সন্তান। স্বামী নিয়ে আলাদা ১রুমের ফ্ল্যাটে থাকি, সন্তান নেই। স্বামী সামান্য বেতনে চাকুরী করে আমি টিউশনি করি।
আমার ছোট যে, সে শ্বশুড় শাশুড়ী, দেবরসহ জয়েন্ট ফ্যামিলিতে থাকে। তাদেরও সন্তান নেই এবং স্বামী মোটামোটি ভালো বেতনে জব করে।

আমার আগের ৪ভাইবোনদের ছেলেমেয়ে নিয়ে বড় ফ্যামিলি সবার। আমার মা বড় মেয়ে, মেয়ে জামাই এর ছায়াতলেই জীবন গিয়েছে বেশিরভাগ। তাই তার প্রভাব বেশি সব ভাইবোনদের মধ্যে। তাদের টাকা পয়সার সমস্যা নেই। তার অন্যান্য ভাইবোনদের ওপরও প্রভাব বেশি। আমাদের সাথেও অনেক সময় খাটে তবে আমরা সেটা বেশি হতে দেইনা।

আমার এখন যেটা সমস্যা হয়েছে সেটা হল, আমাদের ২বোনের বিয়ের পর থেকে আমার মা একাই বাসায় থাকে, খুব টেনশনে থাকে নিজের শরীর নিয়ে, একাকী মৃত্যু নিয়ে, আমার বাবাকে হারানোর কষ্ট বেশি পায়। সে কারো সাথেও থাকবেনা আবার একাও থাকতে চায়না। একেক সময় একেক কথা বলে, তার মাথাও ঠিক নেই, কথা ভুলে যায়, আবলতাবোল বলে মাঝে মাঝে আবার সবার ব্যাপারে খুব পরনিন্দা করে, নামাজ পরে, দুয়া করে যা খুশি তাই আবার মাঝে মাঝে ঠিক থাকে।

এখন আমার বড় বোন, দুলাভাই আমাকে জোর দিচ্ছে আমার সাথে মা কে রাখতে। আলাদা ফ্ল্যাট নিয়ে একরুমে মাকে রাখতে তার জিনিসপত্র নিয়ে আরেক রুমে আমাকে থাকতে বলছে। আমার ছোটবোনের সম্ভব না যেহেতু শ্বশুরালয়ে থাকে। একা থাকলেও আমি নিশ্চিত ওর স্বামী মানতোনা।

বলে রাখি, আমার মায়ের সাথে সম্পর্ক বেশিরভাগ সময় ভালো যায়না। আমার সাথে সবসময় ঝগড়া বাধে, আমার কথা তার পছন্দ হয়না কিন্তু আমি মায়ের প্রতি শ্রদ্ধাশীল, ভালোবাসি অনেক, খোঁজখবর নেই,যাই আসি বাসায়। আমি টিউশন করে খরচও দেই যথাসাধ্য কিন্তু মা থেকে একটু দূরে থাকি যেনো শান্তি বজায় থাকে। সত্যি বলতে আমি বিয়ের পর থেকেই বেশি শান্তিতে আছি। আমার মায়ের সাথে আমার বনিবনা হয়না বিয়ের আগেই। দূরে থাকায় এখন সম্মানে ভালো আছি অন্তত।
আমার মা আমার স্বামীকেও ওভাবে সম্মান দেয়না সে গ্রামের ছেলে, ছোট চাকরী করে বলে। কারন উনি ঢাকাইয়া স্থানীয় ফ্যামিলির তাই। সব ভাইবোন মিলে তার বাসা ভাড়া, খাওয়া খরচ দেওয়া হয়।

আমার স্বামীর সাথে মাকে রাখা নিয়ে আমাদের মধ্যে কথা হয় অনেক আগে কিন্তু ও রাজি না এতে। আমার মাকে ও ভালোভাবেই চিনে মোটামুটি। উনি একই বাসায় থাকতে চায়না শাশুড়ীর সাথে। ও প্রাইভেসি চায় দরকার লাগলে আলাদা পাশের ফ্ল্যাটে আমার মা থাকবে তবু একই বাড়ীতে থাকতে চায়না। আমাদের মধ্যে এটা নিয়ে অনেক মনমালিন্য হয়। আমার যেনো আমার শাশুড়ীর দ্বারা কোনো সমস্যা না হয় তাই ও আমাকে আলাদা বাসস্থান দিয়েছে। আমি এখনো শ্বশুর বাড়ী গ্রামে যাইনি। কিন্তু আমি এখন ওকে কিভাবে জোর করি আমার মাকে আমাদের সাথে রাখতে! আমি নিশ্চিত বলতে পারি আমরা যদি একসাথে থাকি তাহলে ঝগড়া, ঝামেলা হবেই আমার মায়ের সাথে আমার এবং আমার স্বামীর সাথে আমার৷ আমার মা-ই মিলে থাকতে পারবেনা। কারন উনি কারো সাথেই মিলে থাকতে পারেনা। পরে অশান্তি শুরু হবে, আলাদা হতে হবে। আর আমার মা আমাদের একসাথে থাকলে সবকিছুতে অযাচিতভাবে মন্তব্য করবেই। আমাদের নিজেদেরও নতুন সংসারে প্রাইভেসি প্রয়োজন আছে।

আমি এখন এটা কিভাবে সমাধান করতে পারি প্লিজ বলবেন। আমার বড় বোন, দুলাভাই বিষয়টি বুঝতেই চাইছে না। উনারা বলে আমার স্বামীকে নাকি ফোন দিবে বুঝানোর জন্য।
আমাদের মাত্র ১বছর হল সংসার জীবনের।

মায়ের অসুস্থতা আর আবোলতাবোল মতিগতির জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আর আমার মা-ও ইংগিতে বলে আমার সাথে সে ভালো থাকতে পারবে।

দয়া করে বলবেন, আমার এখন কী করা উচিত।
আমি কী এখানে স্বার্থপর হয়েছি নাকি ঠিক আছি নিজের অবস্থানে। এখানে আমার স্বামীর সম্মান জড়িত আবার মায়ের একাকীত্ব জীবনও। দোটানায় পরে গেছি। মায়ের কিছু হলে সবাই আমাকে দোষারোপ করে একসাথে থাকিনা কেনো তাই।
আমাকে সবাই স্বার্থপর বলছে,বলে আমার জন্য এতো কষ্ট করেছে, বড় করেছে, বিয়ে দিয়েছে কিন্তু আমি তার জন্য থাকতে পারবোনা! কিন্তু এখানে তো আমি একা নই আমার স্বামীর সিদ্ধান্তও আছে। এটা তাদেরকে কিভাবে বুঝাই এখানে আসলে কেমন সিদ্ধান্ত হলে ভালো হবে প্লিজ বলবেন। আমি যদি সত্যি দোষী হয়ে থাকি তাহলে আমার মায়ের কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি চাই আমার মা সম্মানের সাথে আলাদাই থাকুক আবার এটাও ভাবি উনি তো সম্পূর্ণ একা। আমার মা কারো সাথে বাসা নিয়েও থাকতে পারবেনা সাবলেটে।

দয়া করে সমাধান দিন।

Please log in or register to answer this question.

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...