আসসালামু আলাইকুম
১. স্বামী অফিস থেকে আসার পর স্ত্রী কোনো কারনে মন খারাপ করে কান্না করছিল, তখন স্বামী বিরক্ত হয়ে ফোন হাতে নিয়ে গাড়ির চালককে ফোন দিতে দিতে স্ত্রীকে বলল "দেখি গাড়ি যায় কিনা, গাড়ি গেলে তোমাকে রেখে আসবো।"
(উল্লেখ্য এটা বলছে রাতে, কিন্তু গাড়ি পরের দিন বা এরও পরে যাবে কিনা সেটা জানার জন্য ফোন দিচ্ছিলো। ঘটনার কয়েকদিন আগে থেকেই স্ত্রীকে বাপের বাড়ি রেখে আসবে বলে গাড়ির খোঁজ নিচ্ছিলো কিন্তু গাড়ি যায়নি বলে স্ত্রীকে রেখে আসতে পারেনি । স্ত্রী গর্ভবতী তাই বাপের বাড়িতে রেখে আসা আগে থেকেই কথাবার্তা ছিল)
২. স্বামী যদি স্ত্রীর কোন বিশেষ অঙ্গ কে উদ্দেশ্য করে বলে যে ছোট বাবুদের মত বা বুড়া মানুষের মত তাহলে কি জিহার বলে গণ্য হবে?
৩. স্ত্রী স্বামীকে মেসেজে বলে যে তুমি কোনদিন আমাকে "বাপের বাড়ি চলে যাও, তুমি স্বাধীন, মুক্ত এই কথাগুলা বলতে পারবা না। তালাক, ডিভোর্স, ছেড়ে দিলাম এই কথাগুলো কোনোদিন বলবা না আমাকে।"
এতে স্বামী উত্তরে বলে "আচ্ছা বলবো না কোনোদিন"
এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে এই যে স্বামী পুরো মেসেজটা পড়ে উত্তর দিল এই কথাগুলো পড়ার মাধ্যমে কি কোনো সমস্যা হয়েছে???
৪. স্বামী স্ত্রীকে বলল "যদি না পোষায় তাহলে থেকো না, এ বাসায় ভালো না লাগলে বাবার বাসায় গিয়া থাকো "
এতে কি সমস্যা হয়েছে?