আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
আমি প্রায় দিন স্বপ্ন দেখলে নিজেকে বোরখা ছাড়া দেখি কিন্তু একই রকমের স্বপ্ন আমি দুইরাত দেখেছি, আমি একজন ছেলে মানুষের সাথে হাঁটছি, উনি সামনে আমি পিছনে, আমার আপাদমস্তক কালো বোরখায় ঢাকা, আমি ছোট থাকতে পর্দা করলেও চোখ খোলা থাকে বর্তমানে। কিন্তু স্বপ্নে দেখেছি আমার চোখও ঢাকা পূর্ণ পর্দায়।
আমি ছোট থেকে নামাজ, পর্দা করলেও এখন আমল ও পর্দায় ঘাটতি হয়ে গেছে, কিন্তু এই স্বপ্ন দেখার পর ভালো ফিল করলেও আমার আমল, পর্দা বাড়াতে পারিনি।
তাই এই স্বপ্নের ব্যাখ্যা জানতে আগ্রহী।