১।আমাদের পাশের গ্রামের একজন শাতিমে রাসুল সাঃ ছিলো তাকে পুলিশে দেওয়া হয়। আমি সেলুনে চুল কাটতে গেছিলাম শাতিম নিয়ে একজন কি জানি বলছিলো পুরো পুরি মনে নেই যতটুকু মনে আছে বলছে যে তার সাহস কত বড় সে নবীজি সাঃ কে গালি দিছে তখন সেলুন ওয়ালা বলছে যে পরিস্থিতি ঠান্ডা হলে ছুটায়ে আনুম এরকমই বলছে মনে হয়। একথার প্রসঙ্গে সেলুন ওয়ালা বলছে যে একজন মেয়ে তাদের হিন্দু ধর্ম নিয়ে গালি দিছে এখন আমি কিছু বললে খারাপ হয়ে যাবে এরকমই বলছে মনে হয়। তখন আমি বললাম সে বুঝেনা অন্য ধর্মকে গালি দেওয়া নিষেধ তারপর সেলুন ওয়ালা বলছে শাতিমের কথা যে সেও তো বুঝে নাই আমার যতটুকু মনে আছে।
(ক) সেলুন ওয়ালা কি শাতিম হবে কি সেলুন ওয়ালার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে হবে কি?
(খ) তার দোকানে যাইনা আর নাকি এটাই যথেষ্ট হবে।
(খ)সেলুন ওয়ালা আমাকে মামা ডাকে তাতে আমার কি করনীয়?
২।সেই শাতিম এখন জেলে আছে মনে হয় এখন আমার কি করনীয় আছে আগে আন্দোলনের সময় ছিলাম না?