আসসালামু আলাইকুম, উস্তায! আমি একজন অবিবাহিত মেয়ে। এখন আমার আর্থিক জরুরতের কারনে, আমার একটা ইনকাম সোর্স প্রয়োজন। আমার বাবা আছে, কিন্তু আমরা আর্থিকভাবে মধ্যবিত্ত ফ্যামিলি। আমি পর্দা করি এবং বাহিরে একা চলাফেরা আমার পছন্দ না, তাই বাহিরে চাকরির দিকে না গিয়ে ঘরে থেকে একটা অনলাইন বিজনেস শুরু করতে চাচ্ছি। এই বিজনেসটা কিভাবে করলে হালাল হবে, এবং কিভাবে করলে হারাম হবে, এবিষয়ে একটু বিস্তারিত জানালে আমি অনেক উপকৃত হবো। আমার পন্য থাকবে
চাল, ডাল, আঁচার, বেবী জায়নামাজ, মিসওয়াক, দই, তেল, মসলাজাতীয়, ইত্যাদি পন্য।
এখানে কিছু পন্য বাহিরে থেকে কেনা, আর কিছু পন্য আমার বাসায় তৈরি করা। এবং আমার অনলাইন বিজনেসের পুরো বিষয়টা নজরদারি করবে আমার ভাইয়া। যেমন, কাস্টোমারের সাথে কথাবার্তা, পোস্ট, সব বিষয় আমি হ্যান্ডেল করবো তবে নজরদারি করবে ভাইয়া। আর বাহিরে কুরিয়ারে পন্য দেওয়া নেওয়ার বিষয়টি দেখভাল করবেন আমার বাবা। আমি শুধু ঘরে কাজ করবো।