বর্তমানে বিভিন্ন সাইটে ছবি বানিয়ে আপলোড করলে মানুষ যদি সেই ছবি ডাউনলোড করে তখন প্রতি ডাউনলোড এ টাকা দেয়া হয়। প্রশ্নহলো
১/ ছবি গুলো বানাতে আমি বিভিন্ন টুল ইউজ করি। টুল গুলো টাকা দিয়ে কিনা লাগে। কিন্তুু আমার যেহেতু টাকা নাই তাই ফ্রিতে বানাই। তারা প্রতি নতুন জিমেইল এ ২৫ টা ফ্রি বানাতে দেয়। একজন মানুষের কাছে অনেক বেশি জিমেইল রাখা সম্ভব না। তাই আমি অনলাইনে টেমপরারি জিমেইল বা tempmail নামে পরিচিত সেগুলা নিই। যা আসলে রিয়াল জিমেইল না। সেগুলো নিয়ে টুল গুলাতে লগইন করি এবং তাদের নিয়ম অনুযায়ী ২৫ টা ফ্রি ফটো বানাতে দেয়। কথা হলো এই পদ্ধতিতে বানানোর কারনে আমার ইনকাম কি হারাম হয়ে যাবে। যদিও আপনাদের সাইটে ক্রাক সফটওয়্যার এর ব্যাপারে জানলাম যে টাকা না দিয়ে টুল ব্যবহার করে ইনকাম করলে সে টাকা হালাল থাকবে। তাই আমার ইনকাম ও হালাল হওয়ার কথা।
২/ ছবি অংকন হারাম ঠিক আছে। তাই আমি ছবি আকি না তবে অলেমগন যখন বললো অনলাইনে ছবি আংলে সমস্যা হবে না। মানে ডিজিটাল ছবি প্রানীর। তাই আমি এখন শুধু অনলাইনে ছবি আকি। কারণ আমি কার্টুন বানাই। তবে অবশ্যই হারাম ছবি বা নারীর ছবি আকি না এবং প্রিন্ট করি না। যেহেতু ডিজিটাল প্রানীর ছবিতে সমস্যা নাই। তাই ইনকাম ও তো হালাল হওয়ার কথা। যেহেতু আমাকে গ্রাফিক্স ডিজাইন এর কাজ করা লাগে। যদি হারাম অনুসংগ না থাকে। নারী ছবি বা অশ্লীল ছবি।