এটা কি সত্য?
সত্য না হলে কীভাবে গোসল করাব?
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
খুব গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাচ্ছিলাম ইনশাআল্লাহ।
অনেকে বা বেশিরভাগই ছোট বেবির গোসল করান সাধারণত বেবি বাথটাবে বা ছোট গামলায় পানি নিয়ে বাবুকে গামলায় বসিয়ে দিয়ে পুরো শরীর ঐ পানি দিয়ে শুধুমাত্র "একবার" ধুয়ে দেন।
কিন্তু বেবিরা যেহেতু পি-পটি করে, মুখভরে বমি করে ( যেটা নাপাকি) অর্থাৎ আপনি যখন বেবিকে গামলায় বসিয়ে দিচ্ছেন,তখন পুরো গামলার পানিটা নাপাক হয়ে যাবে আর বেবির পুরো গায়ে নাপাক পানি লেগে গেল।
হানাফি ফিকহ অনুযায়ী ঐ নাপাক পানি ছিটা আসলে ( ছিটা যদি পরিমাণে বেশি হয়) তাহলে কাপড়ও নাপাক হয়ে গেল। আপনি হাত দিয়ে ঐ পানি ধরলে আপনার হাতও নাপাক হয়ে গেল।
✅হ্যাঁ পরবর্তীতে হাত সঠিকভাবে ধুয়ে হাত পাক করা যাবে।
বেবিদের শরীর পাক করার পদ্ধতি : (হানাফি মাযহাব)
একটি পরিষ্কার গামলায় পবিত্র পানি নিয়ে বেবির সারা শরীর ধুয়ে দিবেন। তারপর গামলার পানি ফেলে দিয়ে ২য় বার পবিত্র পানি নিবেন গামলায় এবং বেবির সারা শরীর ধুবেন। তারপর আবার পানি ফেলে ৩য় বার গামলায় পবিত্র পানি নিয়ে, তা দিয়ে বেবির গা ধুয়ে দিবেন। এতে করে বেবির শরীর পাক-পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ।
⭕ কেউ যদি সঠিকভাবে বেবির শরীর পাক না করে, এক্ষেত্রে ভেজা হাতে বেবির গায়ে হাত দিলে, তাঁর হাতে নাপাকি লাগবে। ঐ হাত পাক না করলে নামাজ পড়া শুদ্ধ হবে না।
আরেকটা প্রশ্ন
আমার একটা অনলাইন পেইজ আছে। ওখানে চার্জ হলো ঢাকার ভিতর ০.৫ কেজিতে ৬০/-, ১ কেজিতে ৭০/-, এর বেশী ওজন হলে প্রতি কেজিতে ২০/- করে এড হয়। টোটাল বিলের ১% চার্জ কুরিয়ার কোম্পানি রিস্ক ফ্রি চার্জ হিসেবে কাটে। বাকি টাকা আমাকে নগদ বা বিকাশ ক্যাশ আউট খরচ দিয়ে তুলতে হয়।
মানে ২ কেজিতে ৭০+২০=৯০/-, ৩ কেজিতে ৯০+২০=১১০/-। ৪
কেজিতে ১১০+২০=১৩০/- সাথে ১% চার্জ।
এখন আমি যদি কাস্টোমার থেকে ৫০০ গ্রামেও ৮০/-, ১ কেজিতেও ৮০/-, ২ কেজিতেও ৮০/-। এর বেশী হলে কুরিয়ারের নিয়ম অনুযায়ী যত আসে তত ধরি। মনে ৩ কেজিতে ১১০/- ৪ কেজি ১৩০/-, এমন।
কিন্তু কোনো রিস্ক ফ্রি? ডেলিভারির চার্জ, মানে ১% যেটা কোম্পানি কাটে, সেটা না ধরি, তাহলে কি ২ কেজি পর্যন্ত ৮০/- চার্জ রাখায় আমার গুনাহ হবে? নাকি জায়েজ হবে?
আমরা ২ কেজি পর্যন্ত ফিক্সড ৮০/- ধরছি। তা ১ গ্রাম হোক বা ১৮০০ গ্রাম।
আমার জন্য কি জায়েজ?