আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
18 views
in সালাত(Prayer) by (5 points)
Assalamualaikum
Ami Ekjon medical final year student.

Amar next month e final prof exam. Amar daily 3ta porjonto class thake erpor ami bashai eshe Ghumai raat 10tai uthe shararaat pori. Ei karone amar asr Maghrib namaj miss hoi. But ami na ghumale ami thik moto porte pari na oshustho lage. Amar Ekhon Ki Kibhabe time manage kora uchit?

1 Answer

0 votes
by (645,180 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

সঠিক সময়ে নামায পড়াই প্রত্যেক মুসলমানের দায়িত্ব ও কর্তব্য।

আল্লাহ তা'আলা বলেনঃ

ﻓَﺈِﺫَﺍ ﻗَﻀَﻴْﺘُﻢُ ﺍﻟﺼَّﻼَﺓَ ﻓَﺎﺫْﻛُﺮُﻭﺍْ ﺍﻟﻠّﻪَ ﻗِﻴَﺎﻣًﺎ ﻭَﻗُﻌُﻮﺩًﺍ ﻭَﻋَﻠَﻰ ﺟُﻨُﻮﺑِﻜُﻢْ ﻓَﺈِﺫَﺍ ﺍﻃْﻤَﺄْﻧَﻨﺘُﻢْ ﻓَﺄَﻗِﻴﻤُﻮﺍْ ﺍﻟﺼَّﻼَﺓَ ﺇِﻥَّ ﺍﻟﺼَّﻼَﺓَ ﻛَﺎﻧَﺖْ ﻋَﻠَﻰ ﺍﻟْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻛِﺘَﺎﺑًﺎ ﻣَّﻮْﻗُﻮﺗًﺎ

অতঃপর যখন তোমরা নামায সম্পন্ন কর, তখন দন্ডায়মান, উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ কর। অতঃপর যখন বিপদমুক্ত হয়ে যাও, তখন নামায ঠিক করে পড়। নিশ্চয় নামায মুসলমানদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে।(সূরা আন-নিসা-১০৩)

বিশেষকরে আছরের নামায সঠিক সময়ে পড়া বিশেষ গুরুত্ববহ।

আল্লাহ তা'আলা বলেনঃ

ﺣَﺎﻓِﻈُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻟﺼَّﻠَﻮَﺍﺕِ ﻭﺍﻟﺼَّﻼَﺓِ ﺍﻟْﻮُﺳْﻄَﻰ ﻭَﻗُﻮﻣُﻮﺍْ ﻟِﻠّﻪِ ﻗَﺎﻧِﺘِﻴﻦَ

সমস্ত নামাযের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাযের ব্যাপারে। আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও।(সূরা বাক্বারা-২৩৮)

হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا الْعَبَّاسُ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، - وَهُوَ الطَّيَالِسِيُّ - حَدَّثَنَا سُلَيْمَانُ، - يَعْنِي ابْنَ الْمُغِيرَةِ - عَنْ ثَابِتٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم " لَيْسَ فِي النَّوْمِ تَفْرِيطٌ إِنَّمَا التَّفْرِيطُ فِي الْيَقَظَةِ أَنْ تُؤَخَّرَ صَلَاةٌ حَتَّى يَدْخُلَ وَقْتُ أُخْرَى "


আবূ ক্বাতাদাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঘুমের কারণে সলাতের গাফলতি হলে দোষ নেই। কিন্তু জাগ্রতবস্থায় গাফিলতি করে বিলম্বে সলাত আদায় করা অন্যায়, এতে করে আরেক সলাতের ওয়াক্ত এসে যায়।
(আবু দাউদ ৪৪১)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلي الله عليه وسلم قَالَ " مَنْ نَسِيَ صَلَاةً فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا لَا كَفَّارَةَ لَهَا إِلَّا ذَلِكَ "

আনাস ইবনু মালিক (রাঃ) সূত্রে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ সলাত আদায় করতে ভুলে গেলে যেন স্মরণ হওয়া মাত্রই তা আদায় করে নেয়। এটাই তার সলাতের কাফফারা।
(আবু দাউদ ৪৪২)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার রুটিনে একটু পরিবর্তন করতে হবে।

এক,
তিনটায় ক্লাস শেষ করে বাসায় এসে সাথে সাথে না ঘুমিয়ে জোহরের নামাজ আদায় করে তারপর ঘুমিয়ে যাবেন।
আসরে ঘুম থেকে উঠার জন্য মোবাইলে এলার্ম দিবেন। অথবা কাউকে জাগিয়ে দিতে বলবেন।

আসরের নামাজ টি ঘুম থেকে উঠে আদায় করে পুনরায় ঘুমিয়ে যাবেন।

মাগরিবে ঘুম থেকে উঠার জন্য মোবাইলে এলার্ম দিবেন। অথবা কাউকে জাগিয়ে দিতে বলবেন।

মাগরিবের নামাজ টি ঘুম থেকে উঠে আদায় করে পুনরায় ঘুমিয়ে যাবেন।

এরপর আপনি রাতে দশটায় উঠুন বা ১১ টায় উঠুন, যখনই উঠবেন উঠে এশার নামাজ আদায় করে পড়াশোনা শুরু করবেন।

দুই, 
তিনটায় ক্লাস শেষ করে বাসায় এসে সাথে সাথে না ঘুমিয়ে জোহরের নামাজ আদায় করে আর কিছুক্ষণ অপেক্ষা করে আসরের একদম ওয়াক্তের শুরুতে আসর নামাজ পরে ঘুমিয়ে যাবেন।

মাগরিবে ঘুম থেকে উঠার জন্য মোবাইলে এলার্ম দিবেন। অথবা কাউকে জাগিয়ে দিতে বলবেন।

মাগরিবের নামাজ টি ঘুম থেকে উঠে আদায় করে পুনরায় ঘুমিয়ে যাবেন।

এরপর আপনি রাতে দশটায় উঠুন বা ১১ টায় উঠুন, যখনই উঠবেন উঠে এশার নামাজ আদায় করে পড়াশোনা শুরু করবেন।

তিন, 
তিনটায় ক্লাস শেষ করে বাসায় এসে জোহরের নামাজ আদায় করবেন,এরপর পড়াশোনা করবেন,এরপর আসরের ওয়াক্ত আসলে আসরের নামাজ আদায় করবেন,আসরের পর পড়াশোনা বা অন্য কোনো কাজ করবেন।
এরপর মাগরিবের নামাজ আদায় করে তারপর ঘুমিয়ে যাবেন।

এরপর আপনি রাতে দশটায় উঠুন বা ১১ টায় উঠুন,বা ১২/০১ টায় উঠুন, যখনই উঠবেন উঠে এশার নামাজ আদায় করে পড়াশোনা শুরু করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...