আসসালামু আলাইকুম
রোদ থাকতে জায়নামাজ আর বালিশের কাভার শুকাতে দিয়েছিলাম তারপর হঠাৎ বৃষ্টিতে সেগুলো সব ভিজে যায়।প্রশ্ন হচ্ছে কাপড় নাড়ার শিক টা পাক নাকি নাপাক ছিল আমি জানি না, এমতাবস্থায় সেই কাপড় নাড়ার শিক সহ জায়নামাজ, বালিশের কাভার ভিজে গেল। তাহলে সেই জায়নামাজ আর বালিশের কাভার কি নাপাক হয়ে গেলো???