আসসালামু আলাইকুম ওয়া রাহমা তুল্লাহ,
আমি শিবিরের একজন কর্মী এবং দায়িত্বশীল। সম্প্রতী শিবির কে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এখন এই সংগঠনে সব আকীদার লোক আছে। আমি তাদের নানা ইখতিলাফ নিয়ে প্রশ্ন করলে বড় ভাইয়েরা বলেন যে শিবির কোনো আকিদা না বা অন্য কোনো আদর্শ না এটি একটি সংগঠন যার মাধ্যমে ইসলামের আন্দলোন করা যাবে, সে হানাফি হোক কিংবা সালাফি আমরা তা দেখি না। এখন আমার কোনো ভাবে সম্ভব হচ্ছে না কোনো মাদ্রাসার ওলামা দের সাথে বোঝার আপনি আপনার ইল্ম থেকে যা বলতে পারবেন তাই লেখেন অন্তত শিউর হতে পারব। এখন অনেক আলেম যেমন আল্লামা সাঈদি রহ., মামুনুল হক হাফি, আহমাদুল্লাহ হাফি, আবুল কালাম আজাদ বাশার, কামাল উদ্দীন জাফরী হাফি এর মত অনেক বিজ্ঞ আলেমরা শিবিরের সমালোচনা করেন না। এখন আমি শিবিরের ভাইদের আন্তরিকতায় শিবির থেকে বেরও হতে পারছিনা আর তারা সবাই মসজিদে জামায়াতে নামাজ পড়ে তার জন্য সব মিলিয়ে ফেসে গিয়েছি।