আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমার লাস্ট পিরিয়ড ডেট ছিলো ১১ এপ্রিল।এরপর আমি কনসিভ করি।এ পিরিয়ড ডেট অনুযায়ী আমার ৮২ দিন পর ২ জুলাই মিসক্যারিজ হয়।ওষুধ ছাড়াই বের হয়ে যায়। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে-আমার গর্ভথলি টা পিরিয়ড ডেট অনুযায়ী ঠিক ছিলো‌ কিন্তু ভিতরের বাচ্চাটার ৭ সপ্তাহ পর্যন্ত গ্রোথ ছিলো এরপর হার্টবিট না আসায় গর্ভেই আস্তে আস্তে সাইজ ছোট হতে শুরু করে। ৭ দিন পরপর আলট্রা করেছি।আর প্রতিবারেই প্রথমের চেয়ে সাইজ ছোট পেয়েছি।
তাই আমার গর্ভাবস্থা ৮২ দিনের হলেও ভিতরের বাচ্চাটা ৭ সপ্তাহ পর্যন্ত গ্রো করে আর করেনি।ভিতরে মিশে যেতে শুরু করে।আমি যেহেতু হার্টবিট আসার জন্য ১২ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলাম তাই আমার হরমোনের ওষুধ কনটিনিউ চলছিলো‌।যখন শেষ জানতে পারি আর হার্টবিট আসার কোনো সম্ভাবনা নেই,ঐদিন আমি হরমোনের ওষুন বন্ধ করি।আর তার বরাবর ১ দিন পর নিজে নিজেই ব্লিডিং হয়ে সব পড়ে যায়।২ তারিখ থেকে শুরু হয় সেটা সকাল থেকে।এখন পর্যন্ত ব্লিডিং আছে।আর আলট্রা আজকে করে দেখেছি ভিতরে ছোট খাটো আরো কিছু আছে যেটা যেতে আরো কয়দিন সময় লাগবে।আজকে আমার ব্লিডিং এর নবম দিন‌‌।কালকে দশ হবে।আর কালকের মধ্যে ব্লিডিং কোনোভাবেই থামার চান্স নেই।আমি এটাকে হায়েজ ধরে ১০ দিনের পর সালাত ধরবো? ব্লিডিং হলেও?না নিফাস ধরবো???
আমাকে ক্ষমা করবেন এতো বড় পেচিয়ে করার জন্য। পুরোটা না বললে হয়তো বুঝতেননা।সালাত এদিক সেদিক করার প্রশ্ন ই আসেনা+আমার এখন সালাত খুব প্রয়োজন তাই এভাবে প্রশ্ন টা করা।এক্সেক্ট সময় জানার জন্য।