আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ্
উস্তায, একজন বাহিরের বোন আছেন (বাংলাদেশি নন), ইউটিউবে উনার কুরআন তিলাওয়াত এর অনেক ভিডিও আছে। আর সেটা শিখার ক্ষেত্রে আমার কাছে অনেক উপকারী মনেহয়েছে। তা শুনে নিজে নিজে প্র‍্যাক্টিস করা যায়। আমি একজন মেয়ে।
এখন আমার প্রশ্ন হলো, মেয়েদেরতো কন্ঠেরও পর্দার বিষয় রয়েছে। তো উনি যে ইউটিউবে আপলোড উনার ভয়েজ দিয়ে কুরআন তিলাওয়াত আপলোড করেন এতে যদি উনার কন্ঠের পর্দার খিলাফ হয়, আর এতে যদি আল্লাহ নারাজ থাকেন উনার প্রতি, (অবশ্যই এটা একমাত্র আল্লাহ ভালো জানেন আমি কেবল জানার জন্য বলছি) তো এক্ষেত্রে যদি আল্লাহ উনার ওপর নারাজ থাকেন যে সে নিজের কন্ঠ দিয়ে ক্লাস ভিডিও আপলোড করছেন। তাহলে সেই ভিডিও যদি আমি শুনে শুনে প্র‍্যাক্টিস করি এটাতে কি আল্লাহ নারাজ থাকবেন কিনা আমার ওপর বা আমার গুনাহ হবে কিনা বা এটা জায়েজ কিনা। আমি শুনে প্র‍্যাক্টিস করতে পারবোকি?
আমার মাথায় এই চিন্তা আসে যে উনি কন্ঠের পর্দা না করে নিজের ভয়েজ দিয়ে তিলাওয়াত ইউটিউবে আপলোড করছেন এতে যদি আল্লাহ নারাজ থাকেন, তাহলে সেই ভিডিও দেখে আমিও প্র‍্যাক্টিস করলে আল্লাহ যদি নারাজ হন।
জাযাকাল্লাহু খইরন।