ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গর্ভপাতের সন্তান যদি ৪ মাস পরের হয়ে থাকে, তাহল সেই গর্ভপাতের সন্তান সুপারিশ করে তার মাতাপিতাকে সে জান্নাতে নিয়ে যাবে। পক্ষান্তরে ৪ মাসের পূর্বে গর্ভপাত হলে, সেই গর্ভপাতের সন্তান কোনো সুপারিশ করবে না।
عن معاذبن جبل قال: قال رسول اللہ صلی اللہ علیہ وسلم في حدیث:والذي نفسي بیدہ إن السقط لیجر أمہ بسررہ إلی الجنة إذا احتسبتہ(مشکوة شریف ص ۱۵۳ بحوالہ: مسند احمد وسنن ابن ماجہ)
وعن علي قال:قال رسول اللہ صلی اللہ علیہ وسلم:إن السقط لیراغم ربہ إذا أدخل أبویہ النار، فقال: أیھا السقط المراغم ربہ! أدخل أبویک الجنة فیجرھما بسررہ حتی یدخلھما الجنة(حوالہ بالا ،بحوالہ: سنن ابن ماجہ)،
وذکر العلقمي في حدیث:”سموا أسقاطکم فإنھم فرطکم“الحدیث،فقال؛ فائدة:سأل بعضھم ھل یکون السقط شافعاً؟ ومتی یکون شافعاً؟ ھل ھو من مصیرہ علقة أم من ظھور الحمل أم بعد مضي أربعة أشھر أم من نفخ الروح؟والجواب:أن العبرة إنما ھو بظھورہ خلقة وعدم ظھورہ کما حررہ شیخنا زکریا(شامی ۳: ۱۳۱،مطبوعہ: مکتبہ زکریا دیوبند)۔
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121801
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ৪ মাসের পূর্বে গর্ভ নষ্ট হলে, সেই গর্ভকে সন্তান হিসেবে বিবেচনা করা যাবে না। যখন সন্তান হিসেবে বিবেচনা করা যাবে না, তখন জান্নাত জাহান্নামের আলোচনাও আসবে না।
(২) ৩ মাসের মধ্যে যেহেতু রুহ আসে না, তাই সেই সন্তান তার বাবা মায়ের জন্য নাজাতের উসিলা হবে না।
(৩) যদি পর্দার রক্ষা করে এবং নিজের ঈমান আমল হেফাজতে রেখে একাডেমিক পড়াশোনা করা বোনটির জন্য সম্ভবপর হয়, তাহলে বোনটি মাতাপিতার কথামত একাডেমিক পড়াশোনা চালিয়ে যাবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/434