অমুসলিম নারীর সতর থেকে দৃষ্টি হেফাযত না করলে কি মুসলিম নারীর গুনাহ হবে?
গুগলে, ইন্সটাগ্রামে অনেক অমুসলিম নারীর অর্ধ উলঙ্গ ছবি, যেমন বাচ্চার সাথে মায়ের ছবি, কিন্তু শরীরের অবয়ব দেখা যাচ্ছে, পেট উরু দেখা যাচ্ছে, স্বল্প পোশাক, এমন নারীর ছবি কি দেখা যাবে?
সতর কি শুধু মুসলিম নারীদের জন্য? নাকি অমুসলিমদের অর্ধনগ্ন ছবি কামভাব ছাড়া দেখলেও গুনাহ হবে?
কোনো নারী বেপর্দা নারীর ছবি, অশ্লীল পোশাক পরিহিতা নারীর ছবি, সতর উন্মুক্ত আছে এমন নারীর ছবি ক্রমাগত দেখলে, ফেসবুকে আপ্লোড দিলে কেমন গুনাহ হতে পারে? যে এমন করছে সে দাবি করছে তার ফেসবুক আইডিতে কোনো পুরুষ নেই।