আসসালামু আলাইকুম হুজুর আমি আর আমার স্ত্রী একসাথে বসে ভাত খাচ্ছিলাম খেতে খেতে গল্প করছিলাম একথা ওকথা বলতে বলতে আমার স্ত্রী বলছে আমার জন্মদিন গেলো কিছু দিলে না বিবাহ বার্ষিকী গেলো তখনও কিছু দিলে না অন্যজনের স্বামীরা কত কী দেয় আর তুমি কিছু দাওনা হাসতে হাসতে কথা হচ্ছিল কোনো রাগারাগি নেই ঝগড়া নেই কিন্তু আমি হঠাৎ করে বলে ফেললাম তাহলে অন্য স্বামী খুঁজে নাও আমার মনে কিন্তু ছেড়ে দোবো বা তালাক দোবো এমন কোনো মনোভাব বা ইচ্ছা কিছুই নেই আমি আমার স্ত্রীকে ছাড়তেও চাই না।হঠাৎ করেই বলে ফেললাম । "অন্য স্বামী খুঁজে নাও" এই কথা বলার দ্বারা আমাদের বৈবাহিক সম্পর্কের কোনো অসুবিধা হবে??