আসসালামু-আলাইকুম,
আমি গত বছর ইসলামি ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলি ১০০টাকা দিয়ে গত ১বছরে আমার অ্যাকাউন্ট ৪টাকা ইন্টারেস্ট সহ, ১০৪টা দিয়েছে।
আমি তাদের গ্রাহক সহায়তা ফোন দিয়ে তাদের কাছে জানতে চাইলাাম আমি তো ১০০টাকা রেখেছি ১০৪টা হলো কেন? আমি যতটুকু জানি এটা সুধ সেজন্য এটা বন্ধ করতে বলেছি।
তারা আমাকে এটা জানালো যে এটা সুধ না, ইসলামি ব্যাংক সুধ নেয় না, সুধ দেয় না। আমার টাকা নিয়ে তারা ব্যবসা করেছে। ব্যবসায় যা লাভ হয়েছে সেটা কিছু অংশ তারা রেখে বাকি টাকা আমাকে দেওয়া হয়ছে।
আমি তাদের এই প্রশ্নের উত্তরে সন্তুষ্ট নন, এটা কি আদো সম্ভব।
এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই,,