আসসালামু আলাইকুম,
আমার বিয়ের সময় আমাকে দেনমোহর হিসেবে স্বর্ণ দেওয়া হয়েছিলো।এখন আমার প্রয়োজনে আমি সেই স্বর্ণ থেকে কিছু বিক্রি করতে চাচ্ছি।আমার হাসবেন্ড বলছেন বিক্রি না করতে,আর যদি বিক্রি করি তাহলে তার অবাধ্যতা হবে কারণ তার শরিয়ত সম্মত যেকোন আদেশ মান্য করা আমার উপর ওয়াজিব।এখন আমি জানতে চাচ্ছি যে আমার নিজের দেনমোহরের স্বর্ণ তার নিষেধ করার পরও বিক্রি করাটা কি আসলেই তার অবাধ্যতা হয় কিনা?