আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
37 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (20 points)
১)মুনাজাতে মাকবুল সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

২)পুরাতন জায়নামাজকে দস্তরখান হিসেবে ব্যবহার করা যাবে?

৩)এক শায়েখের লেকচারে শুনেছি, জীবিতরা ঘুমালে নাকি মৃতদের আত্মাদের সাথে সাক্ষাৎ হয়। এটা কি সঠিক? আমি যে আমার মৃত নানুকে স্বপ্নে দেখি, মাঝে মাঝে অনেক কিছু বলেন স্বপ্নে,যেমন এটা করিস,এটা করিস না, ইত্যাদি। এগুলো কি আসলেই নানুর আত্মা বলে আমাকে? অনেক সময় দেখা যায় নানু ব্যবহৃত কিছু একটা নিয়ে গন্ডগোল হয়ছে বা ইনসাফ হয়নি,নানু বেঁচে থাকলে হয়ত তিনিও পছন্দ করতেন না। আশ্চর্যজনকভাবে স্বপ্নে দেখি নানু মন খারাপ করে আছে আর বলে যে এটা করা উচিত হয়নি। এটার মানে কি তাহলে এখানে কি হচ্ছে না হচ্ছে উনি খবর পাচ্ছেন?

৪)নানা-নানুর নামে ইসালে সাওয়াবের নিয়তে কুরআন তিলাওয়াত, যিকর আজকার,ইত্যাদি যে আমি প্রতিদিন আদায় করি, উনি কি সেসব জানতেছেন?

৫)হাজবেন্ডের পকেট থেকে অনেকসময় না বলে টাকা নিই। বড় এমাউন্ট না। অল্প কিছু।এতে কি চুরির গুনাহ হচ্ছে? যদি গুনাহ হয়ে থাকে তাহলে করণীয় কি?

৬) আমার নানা আর উনার ভাই, উনারা ২জনই মৃত,, কারোরই ছেলে নাই, বড় নানার ২মেয়ে,ছোট নানা ৪মেয়ে। নানাদের দুইজনের নামে ১১শতক জায়গা আছে,। এখন সেই জায়গাগুলো সমানভাবে ২ ভাগ করবে মেয়েদের নামে। আমার প্রশ্ন হচ্ছে,নানাদের এই সম্পত্তি থেকে উনার বোন/চাচাতো ভাইয়ের ছেলেরা পাবে কিনা?

৭)আমার শশুরবাড়ি যৌথ ফ্যামিলি।আমার দেবর টেবিল টেনিস খেলে। প্রতি মাসে সে নির্দিষ্ট একটা এমাউন্ট ফ্যামিলিতে দেয়,,আমার হাজবেন্ড ভাসুর ওদের ইনকাম হালাল আলহামদুলিল্লাহ, কিন্তু আমার দেবরের হারাম ইনকাম যে এখানে মিশে যাচ্ছে,তাতে কি আমাদের খাওয়া-দাওয়াও হারাম হয়ে যাচ্ছে? এছাড়া এরকম সবার ইনকাম দিয়ে কুরবানিও।দেয়া হয় প্রতি বছর। কুরবানি কি হালাল হচ্ছে?

1 Answer

0 votes
by (680,280 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) মুনাজাতে মাকবুল অর্থ হল, আল্লাহর সাথে এমন কানাঘুষি করার চেষ্টা করা তথা এমন দু'আ যা কবুল হয়েছে। 

মুনাজাত মাকবুল সম্পর্কে আপনি কি জানতে চান? তা পরিস্কার করে কমেন্টে উল্লেখ করবেন। 

(২) পুরাতন জায়নামাজকে দস্তরখান হিসেবে ব্যবহার করা যাবে।

(৩)জীবিতরা ঘুমালে নাকি মৃতদের আত্মাদের সাথে সাক্ষাৎ হয়। এমন কোনো কথা আমরা কোথাও শুনিনি।

(৪) নানা-নানুর নামে ইসালে সাওয়াবের নিয়তে কুরআন তিলাওয়াত, যিকর আযকার, ইত্যাদি করলে তিনি সব কিছুই জানতে পারেন। কেননা উনার নিকট সওযাব ফিরিশতারা পৌছিয়ে দিয়ে থাকেন।

(৫) বিনা অনুমতিতে স্বামীর পকেট থেকে কিছু নেয়া স্ত্রীর জন্য জায়েয হবে না। 

(৬) যেহেতু আপনার দুনু নানার কারোরই ছেলে সন্তান নেই, তাই তাদের প্রত্যেকের সম্পত্তির দুই তৃতীয়াংশ তাদের মেয়েরা পাবে। এবং বাদবাকী সম্পদ তাদের বোন/চাচাতো ভাইয়ের ছেলেরা পাবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/343

(৭) আপনার দেবর যদি খেলার বিনিময়ে ইনকাম করেন, মাসিক বা বাৎসরিক বেতনে কোনো কম্পানিতে চুক্তিবদ্ধ না হন, তাহলে আপনার দেবরের ইনকাম হারাম। এই হারাম ইনকাম দ্বারা আপনাদের খাওয়া-দাওয়া জায়েয হবে না। তার টাকা কুরবানিতে লাগালে সেই কুরবানিও কবুল হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...