১)মুনাজাতে মাকবুল সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
২)পুরাতন জায়নামাজকে দস্তরখান হিসেবে ব্যবহার করা যাবে?
৩)এক শায়েখের লেকচারে শুনেছি, জীবিতরা ঘুমালে নাকি মৃতদের আত্মাদের সাথে সাক্ষাৎ হয়। এটা কি সঠিক? আমি যে আমার মৃত নানুকে স্বপ্নে দেখি, মাঝে মাঝে অনেক কিছু বলেন স্বপ্নে,যেমন এটা করিস,এটা করিস না, ইত্যাদি। এগুলো কি আসলেই নানুর আত্মা বলে আমাকে? অনেক সময় দেখা যায় নানু ব্যবহৃত কিছু একটা নিয়ে গন্ডগোল হয়ছে বা ইনসাফ হয়নি,নানু বেঁচে থাকলে হয়ত তিনিও পছন্দ করতেন না। আশ্চর্যজনকভাবে স্বপ্নে দেখি নানু মন খারাপ করে আছে আর বলে যে এটা করা উচিত হয়নি। এটার মানে কি তাহলে এখানে কি হচ্ছে না হচ্ছে উনি খবর পাচ্ছেন?
৪)নানা-নানুর নামে ইসালে সাওয়াবের নিয়তে কুরআন তিলাওয়াত, যিকর আজকার,ইত্যাদি যে আমি প্রতিদিন আদায় করি, উনি কি সেসব জানতেছেন?
৫)হাজবেন্ডের পকেট থেকে অনেকসময় না বলে টাকা নিই। বড় এমাউন্ট না। অল্প কিছু।এতে কি চুরির গুনাহ হচ্ছে? যদি গুনাহ হয়ে থাকে তাহলে করণীয় কি?
৬) আমার নানা আর উনার ভাই, উনারা ২জনই মৃত,, কারোরই ছেলে নাই, বড় নানার ২মেয়ে,ছোট নানা ৪মেয়ে। নানাদের দুইজনের নামে ১১শতক জায়গা আছে,। এখন সেই জায়গাগুলো সমানভাবে ২ ভাগ করবে মেয়েদের নামে। আমার প্রশ্ন হচ্ছে,নানাদের এই সম্পত্তি থেকে উনার বোন/চাচাতো ভাইয়ের ছেলেরা পাবে কিনা?
৭)আমার শশুরবাড়ি যৌথ ফ্যামিলি।আমার দেবর টেবিল টেনিস খেলে। প্রতি মাসে সে নির্দিষ্ট একটা এমাউন্ট ফ্যামিলিতে দেয়,,আমার হাজবেন্ড ভাসুর ওদের ইনকাম হালাল আলহামদুলিল্লাহ, কিন্তু আমার দেবরের হারাম ইনকাম যে এখানে মিশে যাচ্ছে,তাতে কি আমাদের খাওয়া-দাওয়াও হারাম হয়ে যাচ্ছে? এছাড়া এরকম সবার ইনকাম দিয়ে কুরবানিও।দেয়া হয় প্রতি বছর। কুরবানি কি হালাল হচ্ছে?