1.শায়েখ আসসালমু 'আলাইকুম,,,
https://ifatwa.info/122220/ এই ফতোয়াতে বলা হয়েছে ইনকাম হালাল হবে,,,কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তার এই হারাম টাকা পয়সা না থাকলে,,,জাঁকজমকভাবে জীবনযাপন না করলে তার তো অন্যান্য ধন-সম্পদওয়ালাদের সাথে ঘনিষ্ঠতা নাও হতে পারত,,,তাহলে তাদের থেকে ঋণ নিয়ে ইনকাম হালাল হবে কি?
2.শাইখ ধরুন আমি একজনের কাছ থেকে টাকা নিয়েছিলাম,,তো ভুলবশত যদি বলে ফেলি যে যে বেশি নিয়েছিলাম অর্থাৎ ব্যক্তিটির কাছ থেকে যে টাকা নিয়েছিলাম তার থেকে ভুলে বেশি বলি এবং বেশি টাকাই দিয়ে দিই,,, এবং অতিরিক্ত টাকাও আমি চাই না,,,তাহলে করণীয় কি?