“নাম নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছি একটি ফতোয়া পড়ে।
আমি শুনেছি, কিছু কিছু নাম রাখা হলে শিরক বা গুনাহের পথে চলে যেতে পারে।
১) আমার নাম: মেরাজ হোসেন — এই নাম ব্যবহার করার ক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা হবে কি?
২) আমি কম্পিউটারে কিছু অনলাইন গেম খেলি যেখানে ফ্যান্টাসি ধরনের কাহিনী থাকে। সেখানে আমি আমার ক্যারেক্টারের জন্য এই নামের অর্ধেক ব্যবহার করি: Meraj Melody (মেরাজ মেলোডি)।
‘মেলোডি’র বাংলা অর্থ দাঁড়ায় ‘সুর’।
এখন প্রশ্ন হলো — অনলাইন কোনো গেমে এই নাম ব্যবহার করার কারণে ইসলামের কোনো অপমান হচ্ছে কি? এতে কি কোনোভাবে কুফরি বা শিরকির আশঙ্কা আছে?