আসসালামু আলাইকুম।
অত্যধিক মোযীর সমস্যার (চিকিৎসকেরা এটাকে সমস্যা বিবেচনা করছেন না এখন অবধি) মাঝেমধ্যেই আন্ডার গার্মেন্টসে পস্রাবের নাপাকি থাকে ( এটা ভেবে যে নাপাকি থেকে তো নামাজের আগে পুরোপুরি পাক হতেই হবে)।ফলে বৃষ্টির দিনে, বিশেষ করে হঠাৎ বৃষ্টি নেমে গেলে বেশ বেগ পেতে হয় নাপাকি ছড়ানোর বিষয়টি নিয়ে।কারণ নাপাকি এমনভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি যেনো উপরের ট্রাউজারটা পর্যন্ত না ছড়ায়।কিন্তু বৃষ্টির এক দুটি ফোঁটা পড়লেই আন্ডারগার্মেন্টস পর্যন্ত হয়তো ভেজাভাব পৌঁছে যায়, কমপক্ষে স্পর্শ তো লাগেই।
আজকে একটা কাজে যাওয়ার সময় বৃষ্টি নামে।যথারীতি দুই একটি ফোঁটা আন্ডারগার্মেন্টসের যে জায়গায় নাপাকি থাকতে পারে ঠিক সে বরাবর ট্রাউজারের উপর পড়ে।পরে সেভাবেই কাজে যাই।কাজে গিয়ে বসার ফলে ট্রাউজারের সে বৃষ্টির ফোঁটা পরা জায়গায় টিশার্ট লেগে যায় এবং লেগে থাকে অনেকক্ষণ।তার কয়েকঘণ্টা পর এক বন্ধু টি-শার্টের(গেঞ্জি) পেটের অংশের উপর হাত দিয়ে স্বাস্থ্য বেড়ে যাওয়া নিজে মজা করে।তাকে নিবৃত্ত করার আগেই টি-শার্টের উপর হাত দিয়ে ফেলে।তখনই একটু দূরে গিয়ে আমি তাকিয়ে দেখেছি যে, আমার টি-শার্ট তখন ভেজা ছিলো না।কিন্তু তার কয়েক সেকেন্ডের মধ্যেই বন্ধু উঠে যেতে লাগলে হাত বাড়ায় হ্যান্ডশেক করতে।তখন তার হাতটা একটু আর্দ্র মনে হলো।তার হাত ঘামার সমস্যা আছে কিনা আমি জানি না।আমার ভুলও মনে হতে পারে।কারণ হাত ভেজার কোনো কারণ তখন ছিলো না।কিন্তু আমার টি-শার্ট কোনো ভেজা দাগ চোখে পড়েনি ওর হাত দিয়ে স্পর্শ করার পরে।
আমার ধারণা, কোনো নাপাকির ভেজা, অথবা নাপাকির গন্ধ টি-শার্ট থেকে তার হাতে পৌঁছায় নি।সেহেতু হয়তো নাপাক হবে না।তবুও আপনাদের থেকে জানতে চাইছি নাপাকি ছড়িয়েছে কি না।আর দো'আ চাইছি যেনো আমি মোযীর সমস্যাসহ সকল দুশ্চিন্তা থেকে পরিপূর্ণ সুস্থতা পাই।