আমাদের দেশে প্রায় টেন্ডার নিয়ে কাজ করে অনেকে ,পানির টেন্ডার ,ময়লার টেন্ডার । গাড়ির কাউন্টার এর টেন্ডার এই রকম বিষয়ে যদি কেউ কামায় করে অর্থ্যাৎ এক কম্পানি টেন্ডার ছাড়লো আর আমি সেই খানে ৫ লাখ টাকা ইনভেস্ট করলাম এবং মাসিক ২০-৩০ হাজার করে আয় করলাম কাউন্টার নিয়ে সেই কাউন্টার থেকে এটা,অথবা পানির টেন্ডার বা ময়লার টেন্ডার নিয়ে সেখান থেকে ২০-৩০ হাজার করে কামাই করলাম এতে করে কি সেটা হারাম হবে । আসোলে আমাকে অনেকেই বলেছেন টেন্ডার এর সব কিছুই হারাম এর কামাই হারাম তাই আমাকে এই পুরো বিষয় টি বুঝিয়ে বলবেন । আমি অনেক দিন কামাই রোজগার করিনা যেন হারাম না কামাই কষ্ট করে চলি কিন্তু এখন এখানে আমি ইনভেস্ট করতেছি আর এমন টা জানলাম । আমাকে জানাবেন ইন শা আল্লাহ।