আসসালামু আলাইকুম উস্তায,
আমরা জানি যে, টুপি পড়া সুন্নাহ! কিন্তু টুপির মতো সামনে বাড়ানো অংশ থাকে যেটা আমরা ক্যাপ বলে চিনে থাকি। সেই ক্যাপ পড়লে কি কোনো ধরনের গুনাহ হবে? বা মুমিনের আদব নষ্ট হবে?
ইউটিউবে একজন আলেম থেকে শুনেছি, এই ক্যাপের ইতিহাস বা প্রচলন হয়েছিল নামাজ কে অস্বীকার করার জন্য, সিজদাহ্ না দেওয়া জন্য আবিষ্কার হয়, নাউজুবিল্লাহ। এমনটা জানার পর আমার মনে ক্যাপ পড়া নিয়ে সংশয় তৈরি হয়েছে, বিষয়টি নিয়ে ইসলামি শরীয়াহ কি বলে তা জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে!
আমার প্রশ্ন হলো,
১. আমি সাধারণত ক্যাপ পড়ি, রোদ, বৃষ্টি, ধুলোবালি থেকে রক্ষা পেতে, এবং চোখের হেফাজতে রক্ষার ক্ষেত্রেও ক্যাপ অনেকটা ভূমিকা পালন করে, এখন কি এই ধরনের ক্যাপ পড়া আমার জন্য গুনাহ হবে?
২. এমন হয়ে থাকলে কেউ যদি ক্যাপের বিজনেস করে, সে কি গুনাগার হবে?
৩. বাহিরে থাকাকালীন টুপি না থাকলে, ক্যাপকে উল্টো করে টুপির মতো পরিধান করে সালাত আদায় করলে কি সালাতের ক্ষতি / আদব নষ্ট হবে?
জাযাকাল্লাহু খইরন।।