আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। দয়া করে নিচের স্বপ্ন গুলোর ব্যাখ্যা জানাবেন।
১. একজন ছেলেকে আমাদের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিলো। সে কিছুদিন সময় চেয়েছিলো। তখন একদিন আমি স্বপ্নে দেখেছিলাম একজন পুরুষ ঘোড়ার উপর বসা, স্বপ্নে আমি ভাবছিলাম যে এটাই সেই পুরুষ যাকে প্রস্তাব দেওয়া হয়েছিলো। সে লম্বা গাউনের মতো একটা পোশাক পরা ছিলো। আমি ভাবছিলাম যে সে মেয়েদের মতো পোশাক কেন পরেছে, আবার ট্রান্সজেন্ডারের কথাও মাথায় এসেছিলো। আবার ভাবছিলাম তাকে তো ধার্মিক মনে হয়েছে তাহলে এমন তো হওয়ার কথা না। স্বপ্নে এটাও ভাবছিলাম যে অনেক দেশের কালচারে তো পুরুষদের এমন লম্বা লম্বা গাউনের মতো পোশাক পরে, হয়তো এমনই কিছু । কিছুক্ষণ পর দেখি অনেকগুলো ঘোড়ার উপর কয়েকজন মানুষ বসা। আবার কিছুক্ষণ পর একটা বাড়ি দেখলাম। বাড়িটা পুরাতন,, তেমন ভালো অবস্থায় নেই। আমি স্বপ্নে ভাবছিলাম এটা আমার শ্বশুড়বাড়ি।
উল্লেখ্য যে এই ছেলের সাথে বিয়ের কথাবার্তা মনে হয় আর আগাবে না, তাদের পক্ষ থেকেই মনে হচ্ছে তেমন আগ্রহ নেই। আর আমি ইদানীং কিছু ভিডিও দেখি যেখানে মাঝেমধ্যে ঘোড়া থাকে।
২.আরেকদিন স্বপ্নে দেখলাম আকাশে চাঁদ, আমি চশমা ছাড়া ক্লিয়ার দেখিনা তাই আমি চশমা পরে চাঁদ টা দেখলাম। তখন দেখি চাঁদের চারপাশে অন্যকিছুও দেখা যাচ্ছে, একটা রিং বা অন্য কোনো গঠনের মতো মনে হয়। একটু অন্যরকম হওয়ায় আমি সম্ভবত স্বপ্নে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর আমি সম্ভবত আমার মায়ের সাথে অনেকক্ষন চাঁদটা দেখলাম। তখন চাঁদে নানান লেখা দেখা যাচ্ছিলো।
৩. একই স্বপ্নে আমি দেখেছি অনেক বাতাস বইছে। আবার হঠাৎ একটা কাঁচ দেখলাম যেটার নিচের অংশ টুকু আকাঁবাকা করে ভাঙা।
৪. ওই স্বপ্নেই আমি দেখেছি আমার চশমার ডাটি দুটো ভেঙে গেছে। আমি সেই ভাঙা চশমা দিয়েই চাঁদ দেখেছি৷