আসসালামু আলাইকুম,
আমি যখন পড়াশুনা করতাম, তখন আমার আম্মুর কাছ থেকে একবার সেমিস্টার ফিসের কথা বলে ৩০০০০ টাকা নিই। কিন্তু সেটা আসলে সেমিস্টার ফিস ছিল না, ওই টাকা আমি নিজের বিভিন্ন কাজে খরচ করি। কিন্তু আমি মিথ্যা বলে টাকা টা নিয়েছিলাম, এত বছর পর আমার অনুশোচনা হচ্ছে, আর আমি টাকা টা ফেরত দিতে চাচ্ছি।
আমার প্রশ্ন হচ্ছে, আমাকে কি টাকাটা ফেরত দিতে হবে কিনা? তবে আমি যদি আমার আম্মুকে আসল কারণ বলে টাকা ফেরত দেই, উনি অনেক কষ্ট পাবেন, আর আমার প্রতি অবিশ্বাস সৃষ্টি হবে। আর উনি বিষয়টি মোটেও স্বাভাবিক ভাবে নিবেন না। উনি এমনিতেই ব্রেইন স্ট্রোকের পেশেইন্ট।
এখন আমি কি টাকা টা আমার আম্মুর নামে বিভিন্ন খাতে দান করতে পারব? অথবা আমার আম্মুর বিভিন্ন কাজে আমি যদি আম্মুকে টাকা দিয়ে সাহায্য করি, তাহলে কি এই টাকা টা শোধ করা হবে? কিভাবে দান করলে আমি এই ৩০০০০ টাকার বিষয়ে আর কোন ভাবে দায়ী থাকব না?
জাযাকাল্লাহ!