আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমি প্রতিদিন দুরুদ শরীফ,সূরা ফাতিহা, আয়াতুল কুরসি,তিন কুল,সূরা বাকারার শেষ দুই আয়াত,দুরুদ শরীফ এগুলো পড়ে নিজের গায়ে ফুঁ দিই, পরিবারের সদস্যদের গায়ে ফুঁ দিই,একটা বোতলে পানি নিয়ে ঐ পানিতে ফুঁ দিই,কিছুটা আমি খাই,পরিবারের কাউকে খাওয়াই আর বাকি পানি সকালে একবার এবং সন্ধ্যায় একবার সারা ঘরে ছিটাই। হিংসা,বদনজর থেকে যেন আমাদের ঘর এবং ঘরের মানুষজন মুক্ত থাকে। এখানে দুটো প্রশ্ন।
১)এসব দোয়া দুরুদ পড়ে গায়ে ফুঁ দেওয়া,পানিতে ফুঁ দিয়ে সেই পানি খাওয়া, ঘরে ছিটানো এগুলো কি ঠিক আছে ?এগুলো করলে আমার অন্তরে শান্তি পাই।
২) সবগুলো দোয়া দুরুদ পড়ে গায়ে ফুঁ দিয়ে পরে বোতলের পানিতে ফুঁ দিই। এক্ষেত্রে গায়ে ফুঁ দেওয়ার পর বোতলের পানিতে ফুঁ দেওয়ার আগে কি সবগুলো দোয়া দরুদ আবার পড়া উচিত?