আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,
জুন মাসের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত আমার হায়েজ ছিলো,, ২০ তারিখে আবার ব্লাড দেখা যায়,, এটা ইস্তেহাজা ছিলো কি বুঝতেছিনা।।আবার এই মাসে ৫ তারিখ (আজকে)সিয়াম রাখা অবস্থায় বিকালে হালকা ব্লাড দেখা যায় এখন সিয়াম টা হবে কী??এর আগে কখনো এমন হয় নাই এজন্য আমি কনফিউজড কোনটা হায়েজ এর মধ্যে গন্য হবে আর কোনটা ইস্তেহাজা।।