হযরত আমি আপনাদের এখানে দুইবার প্রশ্ন করেছিলাম, এবারের প্রশ্নটা আমার শেষ হবে ইনশাল্লাহ, আমি অনেক ঘাটাঘাটি করে তারপর এই প্রশ্নটা করতিছি,
যখন থেকে জানতে পেরেছি যে ছেড়ে দিলাম শব্দ টা স্বরীহ তখন থেকেই আমার পেরেশানি ধরা শুরু হলো,
কখনো আমি শুনি নাই যে, এই শব্দ তালাকের ক্ষেত্রে ব্যবহার হয়, সবসময় জেনে আসছি তালাক/divorce শব্দটাই শুধু ব্যবহর হয়।
আমি আমার স্ত্রীকে কখনোই তালাক দিলাম বলি না, কারন আমি জানি যে এইটা বললেই তালাক হয়ে যাবে, যত রাগ হোক, যাই বলি না কেন এইটা বলতাম না,
একদিন ঝগড়ার সময় রাগের মাথায় বলেছি যে যাহ তোকে ছেড়ে দিলাম সাথে সাথে দিলাম টা বাদ দিয়ে বলি যে দিব,
পরে net এ জানতে পারলাম এইটা স্বরীহ শব্দ, কিন্তু আমাদের এলাকাতে একজনের মাধমে ওলামা হযরত এর মাধ্যমে জানতে পারলাম যে এইটা এলাকাতে স্বরীহ হিসেবে ব্যবহার হয় না,,
আমার প্রশ্ন হচ্ছে যদি স্বরীহ হিসেবে ব্যবহার নাই হয় তাহলে কি তালাক হয়ে গেছে?
যতদুর মনে পরে রাগ ক্ষোভ থেকে বা তাকে ছোট দেখানোর জন্য, তাকে আরও রাগানোর জন্য বলা, স্পষ্ট নিয়ত মনে নাই কিন্তু তালাকের জন্য বলা না,, কারণ তালাকের জন্য বললে আমি direct তালাক শব্দটাই
বলতাম,