আসসালামু আলাইকুম। আমার বাবার বয়স ৭০ বছর এর মতো হবে। আমার মা জীবিত। আমার বাবা বাসার কাজের মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত। বিষয় টা প্রথমে আমার ছোট ভাই আচ করতে পারে এবং আমাকে জানায়। আমি মনে করেছিলাম ও ভুল ভাবছে, কিন্তু পরবর্তীতে আমিও এরকম কিছু দেখতে পাই যে তারা অবৈধ মেলামেশা করে। আমার মা একজন হার্টের রূগি, এই বিষয়ে তার কাছে বলতেও পারছি না। কিন্তু মেয়ে হিসেবে নিজের বাবার এতো বড় গুনাহের কথা জেনে সেটা মানতেও পারছি না। আমি এই বিষয়ে পরিবারের আর কারও সাথে কথাও বলতে পারছি না। আমার আরও দুই বোন আছে আমরা ৩ জনই বিবাহিত। বাবার বাসায় থাকি না। এই মুহুর্তে মেয়ে হিসেবে আমার কি করা উচিত? ইসলামের দৃষ্টিতে আমার কি করনীয়? আমি কি বাবার সাথে এই বিষয়ে কথা বলবো? কিমতু এতো ঘৃণ্য বিষয়ে কিভাবে কথা বলতে পারি? অনুগ্রহ করে আমার পরিচয় গোপন রাখবেন। আমি কারো কাছে বলতে না পেরে এখানে পোস্ট করছি।