আসসালামু আলাইকুম। আমি একজন মেয়ে।
আমি আজ ভোরে ফজরের পরে স্বপ্নে দেখি যে দাজ্জাল আসছে এবং আমার পরিবারের সবাই তার অনুসারী হয়ে গেছে।আমি আমার মা বাবাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা আমার কথা শুনছে না। তারপর দাজ্জাল আর তার অনুসারীরা আমাকেও ফিতনায় ফেলতে চাচ্ছিল তখন আমার মনে হয়েছে যে দাজ্জাল যদি ডান থেকে আসে তাহলে বামে যেতে হবে।আর বাম থেকে আসলে ডানে দৌড়াতে হবে।তখন আমি দৌড় শুরু করি ।আর স্বপ্নে আল্লাহকে বলছিলাম যে আল্লাহ আমাকে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। একসময় দৌড়াতে দৌড়াতে একটা ইসলামিক পরিবারের কাছে যাই ।ঐ পরিবারে একজন স্বামী , তার স্ত্রী আর একটা বাচ্চা ছিল।আমি ঐ পরিবারের কাছে সাহায্য চাই এবং বলি আমার পিছনে দাজ্জাল ও তার অনুসারীরা আসছে । আমাকে সাহায্য করুন।তখন ঐ মহিলা আমাকে তার বাচ্চার পাশে শুয়ে থাকতে বলে এবং আমাকে ঢেকে রাখে।তারপর কোনোভাবে দাজ্জালের একজন অনুসারী ঘরের মধ্যে ঢোকে ।তবে সে আমাকে চিনতে পারে নি। তারপর আমার ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে দেখি ফজরের ওয়াক্ত শেষ। ফজরের নামাজ পড়তে পারিনি।
প্রশ্ন: আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি?