আসসালামু আলাইকুম।
হুজুর সম্মানিত একজন মুফতি সাহেব লিখেছিলেন নিম্নোক্ত ৫টি বিষয় কোনটি পাওয়া না গেলে তালাক হয় না।
১/স্ত্রীকে তালাক দেওয়ার নিয়ত না থাকে
২/স্ত্রীর দিকে তালাকের নিসবত না করা হয়ে থাকে
৩/ স্ত্রীর নাম উচ্চারণ না করা হয়
৪/না স্ত্রীর দিকে ইশারা করা হয়
৫/ না স্ত্রীর কোনো গুণ বা দোষ বলে সম্বোধন করে তালাক দেওয়া হয়।
আমার প্রশ্ন হলো:
কোনো স্বামী যদি সন্দেহের ব্যাতীকগ্রস্থ হয়ে স্ত্রীকে কখনো তালাক বলেছে কিনা সেটা পরীক্ষার জন্য স্ত্রীর নাম ধরে যেমন: তানজিনা তালাক এভাবে বলে ফেলে তাহলে কি তার স্ত্রীর উপর তালাক পতিত হবে?
২ য় আরেকটি বিষয়: যদি কেউ স্ত্রীকে উদ্দেশ্য করে তালাক শব্দটি মুখ দিয়ে শ্বাস ছাড়ার সময় গলা দিয়ে যদি শব্দ হয়। যদি জিহবা হালকা কম্পিত হয়/নড়ে কিন্তু শব্দ উচ্চারণে জিহবার সাহায্যে নেওয়া হয়নি এমনি যদি একটু নড়ে এবং গলার শব্দ যদি কান পর্যন্ত এসে পড়ে তাহলে কি তালাক পতিত হবে?