আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ
কোনো বাবা যদি তার প্রাপ্ত বয়স্ক মেয়েকে ভুল করে তার স্ত্রী ভেবে উত্তেজনা সহ স্পর্শ করে। পরে মেয়ে যখন সরে যায় আর বাবাও তখন খেয়াল করে এটা তার মেয়ে তখন বাবাও হাত সরিয়ে নেয়।
এক্ষেত্রে কি হুরমতে মুসাহারাত হবে?
বাবা হুরমতে মুসাহারাত সম্পর্কে জানতোনা এখনো জানেনা। আর মেয়ে আগে জানতোনা এখন জানে। আর এই ঘটনা অনেক আগের।
১. এক্ষেত্রে কি হুরমতে মুসাহারাত হয়েছে?
২. এখানে কি তার বাবার সাথে তার মায়ের বিবাহিত সম্পর্কে সমস্যা হয়েছে?
৩. যদি হয়ে থাকে এখন করনীয় কি? কারন বাবাকে বা মাকে তো এই বিষয়ে বলা কঠিন এবং বলতেও পারবেনা তাহলে করনীয় কি?
জাযাকাল্লহু খইরন