ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোনো বাবা যদি তার প্রাপ্ত বয়স্ক মেয়েকে ভুল করে তার স্ত্রী ভেবে উত্তেজনা সহ স্পর্শ করে। পরে মেয়ে যখন সরে যায় আর বাবাও তখন খেয়াল করে এটা তার মেয়ে তখন বাবাও হাত সরিয়ে নেয়। তাহলে হুরমত হয়ে যাবে।এখন তার বাবার সাথে তার মায়ের বিবাহিত সম্পর্ক নষ্ট হয়ে যাবে। স্বামী তার স্ত্রীকে সম্পূর্ণ ঘটনা খুলে বলতে হবে।
في «واقعات الناطفي» : إذا قصد أن يقيم امرأته إلى فراشه أو يجامعها وهي نائمة ومعها ابنتها المشتهاة، فوصلت يده إلى الابنة فقرصها بإصبعه وظن أنها امرأته؛ إن كانت يده إلى الابنة وهو تشتهي لها، حرمت عليه امرأته وإن كان يحسبها امرأته؛ لأنه مسها بشهوة، وإن كان لا شهوة له في وقت ملامستها لا تحرم؛ لأنه لم يوجد مسها بشهوة- (المحيط البرحاني -٣/٦٧) -