আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ
১) হালকা উত্তেজনা আসলে হুরমত হয় এক বোনের প্রশ্নের উত্তরে দেখলাম কিন্তু কিছুদিন আগে সেম প্রশ্নের উত্তর এ লিখা ছিল হালকা উত্তেজনা আসলে হুরমত হবে না বরং উত্তেজনার শর্ত পূরণ হতে হবে। এখন কোনটা সঠিক ধরা হবে?
২) স্তন দেখার দ্বারা হুরমত হয় কি?
৩) আমার সাথে আমার শশুরের একবার টাচ লাগে। তার পরনে লুঙ্গি ছিল। সে ওয়াশরুম থেকে আসতেছিল আর লুঙ্গি টা একটু নিচের দিক থেকে হাত দিয়ে তুলে উঁচুতে নিয়ে হাটতেছিল। আমি সোফায় বসা ছিলাম সে আমার সাইড দিয়ে যাওয়ার সময় তার পায়ের সাথে আমার পা টাচ লাগে। আমার সেলোয়ার এর কাপড় একদম পাতলা সুতি কাপড়ের ছিল যেটা দিয়ে স্কিন কালার বুঝা যায় এমন পাতলা। হঠাৎ করে তার পায়ের সাথে লাগায় আমার যোনিতে কেমন কম্পনের মত হয়েছে কিন্তু উত্তেজনা হয়েছে কি না ওইটুকু সময়ের মধ্যে আমি ক্লিয়ার হতে পারছি না। যোনিতে কম্পন হয়েছে তাই আমার মনে হয় হালকা উত্তেজনা হয়েছে সম্ভবত কারণ আমার হাজবেন্ড এর সাথে অন্তরঙ্গের সময় আমার এরকম টা লাগে ।কিন্তু এত অল্প সময় সম্ভবত ২-৩ সেকেন্ড, এর মধ্যে হঠাৎ স্পর্শে উত্তেজনা আসে কি মেয়েদের ক্ষেত্রে!!? অন্তর কেপে উঠেনি কিন্তু যোনি তে কেমন কম্পনের মত হয়েছে। এইটুকু সময়ে হুরমত হয় কি? চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। যতই দূরে থাকার চেষ্টা করি ততই শশুরের সাথে স্পর্শ হয়েই যায়। এমতাবস্থায় কি করনীয়?