আসসালামু আলাইকুম, হুযুর আমার সবগুলো প্রশ্নের উওর দেওয়ার অনুরোধ রইলো।
আমার স্বামী একজন জাহেল জালেম টাইপের মানুষ। ওনি দ্বিন নিয়ে উদাসীন এবং আমাকে অনেক শারীরিক মানসিক অত্যাচার করে। আমার কোনো হক ওনি আদায় করে না। আমি ওনার কাছে তালাক চাইলেও ওনি আমাকে জিম্মি করে রেখেছে।
আমার স্বামী থেকে আলাদা হবার জন্য,
তাই আমি ইচ্ছে করে মুখ দিয়ে কুফরি বাক্য উচ্চারণ করেছি। আমি ইচ্ছে করে মুখ দিয়ে উচ্চারণ করে অনেকবার বলেছি হিন্দু দেবতা শিব, রাম, কৃষ্ণ আমার প্রভু। যদিও মনে মনে আমি বিষয়টিকে ঘৃণা ও অস্বীকার করেছিলাম।
প্রশ্ন: ১: আমার কি পুনরায় ঈমান আনতে হবে?
প্রশ্ন: ২: আমার ঈমান ভঙ্গ হয়ে গেলে আমার স্বামীর সাথে কি আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে?
প্রশ্ন: ৩: ইদ্দত শেষে, পুনরায় ঈমান আনার পর আমি অন্য কোনো নতুন পুরুষকে বিবাহ করতে পারবো?